Madhyapradesh: মেলেনি শববাহী যান, দেহ কাঁধে বাড়ির পথে চার মহিলা

ছত্তিসগড়ের ঘটনারই পুনরাবৃত্তি পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশে (Madhyapradesh)। দু দিন আগে হাসপাতাল থেকে শববাহী না পাওয়ায় সাত বছরের মেয়ের মৃতদেহ নিয়ে ১০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি…

Women Carry Relative’s Body

ছত্তিসগড়ের ঘটনারই পুনরাবৃত্তি পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশে (Madhyapradesh)। দু দিন আগে হাসপাতাল থেকে শববাহী না পাওয়ায় সাত বছরের মেয়ের মৃতদেহ নিয়ে ১০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি পৌঁছেছিলেন ঈশ্বর নামে এক ব্যক্তি। একই ঘটনা ঘটল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রেওয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চারজন মহিলা খাটিয়া করে একটি মৃতদেহ বয়ে নিয়ে চলেছেন।

ওই মহিলারা জানিয়েছেন, যে স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা আত্মীয়কে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন সেখান থেকে শববাহী যানের কোনও ব্যবস্থা করা হয়নি। এরপর তাঁরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখানেও তাদের বিফল হয়ে ফিরতে হয়। সে কারণেই তাঁরা যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অসুস্থ আত্মীয়াকে ওই চার মহিলা খাটিয়া করেই হাসপাতালে নিয়ে এসেছিলেন। সেই খাটিয়া করেই তাঁরা মৃতদেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই যথারীতি নেটিজেনরা সমালোচনায় মুখর হয়েছে। যদিও মধ্যপ্রদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে এত আলোচনা করার কী আছে! এটা কোনও বড় ব্যাপার নয়।

জানা গিয়েছে, অসুস্থ এক আত্মীয়াকে চিকিৎসার জন্য রায়পুরের এক হাসপাতালে নিয়ে এসেছিলেন ওই চার মহিলা। কিন্তু মাঝ পথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই মহিলা মারা যান। কিন্তু মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্র তাঁদের কোনও শববাহী গাড়ির ব্যবস্থা করে দেয়নি বলে অভিযোগ।

ওই স্বাস্থ্য কেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিএল মিশ্র দাবি করেছেন, তাঁরা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য শববাহী যানের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ওই মৃতার আত্মীয়রা অপেক্ষা না করেই দেহ নিয়ে চলে যান। মিশ্র আরও দাবি করেন, এই ঘটনা নিয়ে এত হইচই করার কিছু নেই। তাঁদের এলাকায় শববাহীযান পাওয়া খুবই কঠিন। মানুষ এভাবেই মৃতদেহ নিয়ে যায়।

মিশ্রের ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় আরও তীব্র হয়েছে। নেটিজেনরা অনেকেই বলছেন, বিজেপি নেতারা মুখে অনেক বড় বড় কথা বলেন। কিন্তু তাঁরা সামান্য মানবিক কাজগুলিও করতে পারেন না