G 20: কথা দিলাম পুতিনকে গ্রেফতার করব না, ব্রাজিলের বাম প্রেসিডেন্ট লুলার বিস্ফোরক দাবি

আমি কথা দিলাম আগামী G 20 শিখর সম্মেলন যা রিও শহরে অনুষ্ঠিত হবে তাতে রুশ প্রেসিডেন্ট অংশ নিলে তাঁকে গ্রেফতার করব না। তিনি নি:সংকোচে আসুন।

putin

আমি কথা দিলাম আগামী G 20 শিখর সম্মেলন যা রিও শহরে অনুষ্ঠিত হবে তাতে রুশ প্রেসিডেন্ট অংশ নিলে তাঁকে গ্রেফতার করব না। তিনি নি:সংকোচে আসুন। নয়াদিল্লিতে জি ২০ সম্মেলনে এসে এমনই বিস্ফোরক দাবি করেছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দিল্লির এই শিখর সম্মেলনে আসেননি পুতিন। তিনি কেন আসেননি তা স্পষ্ট করেনি রাশিয়া সরকার।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICJ) গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাঁর বিরুদ্ধে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে নির্বাসন ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে রাশিয়া অস্বীকার করেছে তাদের বাহিনী যুদ্ধাপরাধে জড়িত, বা জোর করে ইউক্রেনের শিশুদের তুলে আনা হয়েছে।

   

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জন্যই কি নয়াদিল্লির জি ২০ সফর বাতিল করেছেন পুতিন? এমনই বিতর্ক উঠল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার মন্তব্য নিয়ে। লুলা বলেছেন, ভয় নেই পুতিন। আমি প্রেসিডেন্ট পদে থাকতে আপনি যদি রিও ডি জেনেইরো শহরে আগামী জি ২০ বৈঠকে অংশ নেন তাহলেও আপনি নিরাপদ থাকবেন।

ফার্স্টপোস্ট সংবাদ মাধ্যমকে G20 সভার ফাঁকে একটি সাক্ষাৎকারে লুলা বলেছেন, পুতিনকে আগামী বছরের ইভেন্টে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরো বলেন যে, তিনি নিজেই রিও বৈঠকের আগে রাশিয়ায় হওয়া উন্নয়নশীল দেশগুলির ব্রিকস ব্লকের বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। লুলা বলেন, “আমি বিশ্বাস করি পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারবেন।