এশিয়া কাপ ২০২৩-এর (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এটি টিম ইন্ডিয়ার সুপার ৪-এর প্রথম ম্যাচ। বাবর আজমরা সুপার ৪-এর তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন।
শনিবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। সুপার ফোর রাউন্ডে এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়। এর আগে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ভারত যদি আজ পাকিস্তানকে হারাতে পারে তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাংলাদেশ। তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি নেপাল ও আফগানিস্তান।
সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে এক ম্যাচে ২ পয়েন্ট পাবে ভারত। একই সঙ্গে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে পাকিস্তান। এক ম্যাচে শ্রীলঙ্কার ২ পয়েন্ট, ২ ম্যাচ শেষে বাংলাদেশের কোনো পয়েন্ট শূন্য। শ্রীলঙ্কাকে পরের দুটি ম্যাচ খেলতে হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। আগামী ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ শেষে কোনো একটি দলের পয়েন্ট বেড়ে হবে ৪। বাংলাদেশের পক্ষে আর কোনোভাবেই চার পয়েন্ট পাওয়া সম্ভব নয়।
আগামী ১৪ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এটি হবে দুই দলের সুপার ফোরের শেষ ম্যাচ। যদি দুই দলই ভারতের কাছে হেরে যায়, তাহলে দুই দলই দুই ম্যাচ শেষে থাকবে দুই পয়েন্টে। যে দল এই ম্যাচ জিতবে তাদের পয়েন্ট হবে ৪। এশিয়া কাপের ইতিহাসে টিম ইন্ডিয়ার রেকর্ড ঈর্ষণীয়। এমন পরিস্থিতিতে সেটা ধরে রাখতে চাইবেন রোহিত শর্মার নেতৃত্বে থাকা ভারতীয় একাদশ। ভারত ৭ বার এশিয়া কাপ শিরোপা জিতেছে। এটি টুর্নামেন্টের ১৬ তম আসর। শ্রীলঙ্কা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে পাকিস্তান এখনও পর্যন্ত মাত্র ২ টি শিরোপা জিততে পেরেছে।