Loksabha Election 2024: ভোট ডিউটিতে ত্রিপুরায় গুলিবিদ্ধ জওয়ানের মৃত্যু

খুন নাকি আত্মহত্যা? এমনই প্রশ্ন ঘুরছে এক বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ ঘিরে। ত্রিপুরা (Tripura) সরগরম।  মিজোরাম ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট…

খুন নাকি আত্মহত্যা? এমনই প্রশ্ন ঘুরছে এক বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ ঘিরে। ত্রিপুরা (Tripura) সরগরম।  মিজোরাম ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের (Loksabha Election 2024) একদিন আগেই জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল। 

কাঞ্চনপুরে রোড মার্চ শেষ করে ফেরার সময় গুলিবিদ্ধ জওয়ান রাকেশ নাগেস কেশবের (২৮) রক্তাক্ত দেহ দেখতে পান তার সহকর্মীরা।  মৃত বিএসএফ জওয়ান, উত্তর ত্রিপুরার পানিসাগরে বিএসএফের 199 তম ব্যাটালিয়নে ছিলেন। তিনি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা।

ত্রিপুরার পূর্ব সংসদীয় নির্বাচনী এলাকায় লোকসভা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত 27 বছর বয়সী বিএসএফ জওয়ানকে উত্তর জেলার অধীনে কাঞ্চনপুরে নিরাপত্তা বাহিনীর জন্য স্থাপন করা একটি অস্থায়ী ক্যাম্পে ফেরার সময় একটি বাসের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বুধবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর জন্য স্থাপিত অস্থায়ী ক্যাম্পে ফেরার সময় বিএসএফ রক্ষীরা দেখেন তাদের বহনকারী বাসের মধ্যে গুলিবিদ্ধ সহকর্মীকে। এটি আত্মহত্যার ঘটনা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা নিশ্চিত নয়। অন্যান্য রক্ষীরা জানান রাইফেলটি খোলা ছিল। নিহতের মরদেহ বর্তমানে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ত্রিপুরার পূর্ব সংসদীয় আসনে নির্বাচন হবে ২৬ এপ্রিল। অত্যন্ত স্পর্শকাতর এই লোকসভা কেন্দ্র। গত লোকসভা ভোটের সময় শাসকদল বিজেপি ও তাদের জোট শরিক আইপিএফটির বিরুদ্ধে প্রবল হিংসাত্মক কার্যকলাপ ও রিগিংয়ের অভিযোগ করেছিল রাজ্যের বিরোধী দল সিপিআইএম। কমিশন বিভিন্ন বুথে পুনরায় ভোট নেয়। এবার নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে বিক্ষিপ্ত হিংসাত্মক কর্মকাণ্ড ও পোস্টাল ব্যালটে ছাপ্পার অভিযোগ করেছে সিপিআইএম ও কংগ্রেস। কমিশনের কর্মীদের উপস্থিতিতে পোস্টাল ভোটে ছাপ্পা ভিডিও পাঠিয়েছে বাম শিবির। বিতর্কের মুখে নীরব রাজ্য বিজেপি।

উত্তর পূর্বাঞ্চলের বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরা। রাজ্যের পূর্ব লোকসভা আসনটি উপজাতি অধ্যুষিত।  ককবরকভাষী পূর্ব ত্রিপুরা এলাকায় বিজেপির প্রার্থী রাজকুমারি কৃতী দেববর্মা। তাঁর প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোটের রাজেন্দ্র রিয়াং। সর্বশেষ বিধানসভা ভোটে পূর্ব ত্রিপুরায় উপজাতি দল তিপ্রা মথা বিজয়ী হয়ে প্রধান বিরোধী দল হয়েছিল। তবে দলটির সুপ্রিমো তথা ত্রিপুরা রাজ পরিবার সদস্য প্রদ্যোত দেববর্মা বিজেপির সঙ্গে আপোষ করেন। বিরোধী দল সামিল হয় সরকারে। সিপিআইএম হয় বিরোধী দল।পূ

পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়েই প্রবল ক্ষোভ দেখান দলটির রাজ্য সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া। তাঁকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বলেই সূত্রের খবর। যদিও এ বিষয়ে নীরব বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।