Primary scam:আগামী দু’মাসের মধ্যে ৮০০ প্রার্থীকে চাকরি দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কিছুদিন আগেই কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার প্রার্থী। এইবার সেই কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগের একটি মামলায় বিরাট রায় দিল বৃহস্পতিবার। ৮০০ চাকরি প্রার্থীকে…

Calcutta-High-Court

কিছুদিন আগেই কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার প্রার্থী। এইবার সেই কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগের একটি মামলায় বিরাট রায় দিল বৃহস্পতিবার। ৮০০ চাকরি প্রার্থীকে আগামী দু’মাসের মধ্যে নিয়োগ পত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় ৮৬৭ শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। এর ফলে বাম আমলে শুরু হওয়া মামলা অবশেষে শেষ হলো। মুখে হাসি ফুটল ৮০০ চাকরি প্রার্থীর।

২০০৯ সালে উত্তর চব্বিশ পরগণায় প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ আসে। মামলা করা হয়। দীর্ঘ ১৫ বছর ধরে চলে সেই মামলা। অবশেষে সেই মামলার শেষে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল চাকরি পাবেন ৮৭৬জন। প্রাথমিকের নিয়োগে যে উত্তর ২৪ পরগণায় দুর্নীতি হয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন উত্তর ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ। এ কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, ”আপনারা কী চান? তদন্ত হোক? নাকি বোর্ড চাকরি দেবে?” সংসদের তরফে বলা হয়, ”আমরা চাকরি দিতে প্রস্তুত।”

প্রসঙ্গত গত সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর। ২০১৬ সালে এসএসসির প্যানেলকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে অযোগ্য চাকরিপ্রার্থীরা সুদ সমেত তাঁদের বেতন ফেরত দিতে হবে। সুদের হার ১২ শতাংশ। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তিনি এই আহবে হাইকোর্টের আজকের নির্দেশে আশার আলো দেখছনে অনেকে।