কলকাতা: SIR ও NRC-র আতঙ্কে রাজ্যে একের পর এক প্রবিনের আতহত্যা ও আতহত্যার চেষ্টার ঘটনা সামনে আসতেই কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর ২৪ পরগণার পানিহাটির প্রদীপ করের (৬৮) আত্মহত্যার ঘটনায় ব্যাপক রাজনৈতিক বিতর্কের মাঝে মমতাকে এবার “মিথ্যেবাদী” বলে আক্রমণ করলেন বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
এক্সে তিনি লেখেন, “পানিহাটির প্রদীপ করের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু এবার রাজনৈতিক স্বার্থে আরও নীচে নেমে গেলেন তিনি। এবার ৯৫ বছরের বৃদ্ধ ক্রিতিশ মজুমদারের মৃত্যুতেও রাজনীতির রং লাগাতে চাইছেন মমতা! বৃদ্ধর মৃত্যুর জন্য SIR ও NRC-র আতঙ্ককে দায়ী করছেন তিনি!” এরপর আরও একধাপ এগিয়ে মালব্য কটাক্ষ করেন, “উনি বাংলার মানুষকে কি মনে করেন? যে সবাই ওনার মিথ্যে গুলো না বুঝে মেনে নেবে? এটা সত্যিই অবাক করার মত বিষয়!”
https://x.com/amitmalviya/status/1983867980887773479
মালব্যর দাবী, “১৯৩০ সালে জন্মগ্রহণকারী এবং জন্মসূত্রে ভারতীয় একজন ৯৫ বছর বয়সী ব্যক্তি কেন SIR-এর জন্য আত্মহত্যা করবেন? যদিও, ধরে নেওয়া যায়, জন্মসূত্রে তিনি ভারতীয় নাগরিক ছিলেন না এবং দেশভাগের পরেই ভারতে এসেছেন, তবুও তিনি একজন হিন্দু হিসেবে CAA-এর অধীনে স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাওস্র যোগ্য!”
“আসলে SIR হল একটা আছিলা! মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনের হাতেই রক্তের দাগ লেগে আছে। ওই ব্যক্তি বীরভূমের ইলামবাজারের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় তৃণমূল গুন্ডাদের শাসানির শিকার হয়েছিলেন,” এরপর মালব্য বলেন, “হতেই পারে স্থানীয় তৃণমূল নেতারা ব্রেইনওয়াশ করে বৃদ্ধকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে! কিমবা, বারবার CAA-এর অধীনে তাঁকে বৈধ নাগরিকত্বের জন্য আবেদন করতে বাধা দেওয়া হয়েছে। CAA কখনও হবেই না বলে হয়ত ভয় দেখিয়েছেন স্থানীয় তৃণমূল ক্যাডাররা!”
এরপর অমিত মালব্য বলেন, “SIR ও NRC নিয়ে যদি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হয়, তাহলে তাঁকে আরও পোক্ত চিত্রনাট্য তৈরি করতে হবে। বাংলার মানুষের বুদ্ধিকে তিনি ছোট করছেন। বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এই সব আতহত্যার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করবে”।


