Karnataka: হিজাব ইস্যুতে তিনদিনের ছুটি ঘোষণা সরকারের

সম্প্রতি হিজাব ইস্যুতে কর্নাটকের পরিস্থিতি উত্তপ্ত। অশান্ত পরিস্থিতির কারণে ওই রাজ্যের বিজেপি সরকার সমস্ত স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত…

Karnataka

সম্প্রতি হিজাব ইস্যুতে কর্নাটকের পরিস্থিতি উত্তপ্ত। অশান্ত পরিস্থিতির কারণে ওই রাজ্যের বিজেপি সরকার সমস্ত স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

একইসঙ্গে এদিন কর্নাটক হাইকোর্ট চলতি পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। আদালত জানিয়েছে, বুধবার তারা এই মামলার শুনানি গ্রহণ করবে।

   

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হিজাব পরা নিয়ে কর্নাটকে একটা বিতর্ক তৈরি হয়েছে। কর্নাটকের কুন্ডাপুর প্রি ইউনিভার্সিটির পড়ুয়াদের অধ্যক্ষ জানিয়ে দেন, হিজাব পড়ে ছাত্রীরা কলেজে আসতে পারবে না। অধ্যক্ষের এই সিদ্ধান্তে মুসলিম ছাত্রীরা তীব্র ক্ষোভ জানায়। ছাত্রীরা জানায়, হিজাব পড়ে কলেজে আসতেই তারা অভ্যস্ত। এই পোশাক ছাড়া কলেজে আসা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু অধ্যক্ষ ছাত্রীদের এই দাবিতে কান দেননি।

অন্যদিকে, কট্টরপন্থী কিছু হিন্দু পড়ুয়া এদিন গেরুয়া উত্তরীয় পড়ে কলেজে আসে। অনেকেই এটাকে বিজেপির চাল বলে জানিয়েছে।

মঙ্গলবার কুন্ডাপুর প্রি ইউনিভার্সিটি চত্বরে যা হয়েছে তা অতীতের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। এদিন ক্যাম্পাসের মধ্যেই তোলা হয়েছে গেরুয়া পতাকা। সেইসঙ্গে দেওয়া হয়েছে জয় শ্রীরাম স্লোগান। অন্যদিকে মুসলিম পড়ুয়ারাও পাল্টা আল্লাহর নামে স্লোগান দিতে থাকে। উভয় সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের এই স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে একসময় কলেজ চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পড়ুয়ারা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।

পাথরের ঘায়ে বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় শেষ পর্যন্ত আগামী তিনদিন রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্যের বিজেপি সরকার।