চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে (Delhi) রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। রবিবার মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে দিল্লির বৃষ্টি ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। জানুয়ারি মাসে দিল্লিতে ২৩ জানুয়ারি সকাল পর্যন্ত ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯০১ এক সাল থেকে আবহাওয়ার ডেটাবেসে সর্বোচ্চ।
মৌসম ভবন জানিয়েছে, এর আগে ১৯৮৯ সালের জানুয়ারি মাসে দিল্লিতে ৭৯ মিলিমিটার এবং ১৯৯৫ সালে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
মৌসম ভবন এদিন জানিয়েছে আগামী ৪৮ ঘন্টা দিল্লি ও সংলগ্ন অঞ্চল ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে প্রবল শৈত্য প্রবাহ বয়ে যাবে। সঙ্গে থাকবে ঘন কুয়াশা। কুয়াশার জেরে যান চলাচল ও ট্রেন চলাচল বিপর্যস্ত হবে। ২৬ জনুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিনেও দিল্লিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন।
মৌসম ভবনের সতর্কবার্তা মতোই গত দু’দিন ধরে উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। ইতিমধ্যেই বাহরাইচ, মেরঠ, মুজাফফরনগর, কানপুরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে চলে গিয়েছে। মৌসম ভবন এদিন জানিয়েছে, রামপুর বরেলি, পিলভিিটেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরো জানুয়ারি মাস জুড়েই উত্তরপ্রদেশে প্রবল ঠান্ডা থাকবে। মৌসম ভবন জানিয়েছে, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ ও কাশ্মীরে আগামী তিন দিন বৃষ্টি ও প্রবল তুষারপাত চলবে। গত দু’দিন ধরে এই পার্বত্য রাজ্যগুলির পাহাড়ি এলাকায় ৫ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। সমতল ভূমিতে একটানা বৃষ্টি হয়েছে।
মৌসম ভবন এদিন জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, ছত্তিশগড়ে শৈত্যপ্রবাহ বইবে।


