অবাক কাণ্ড, ছাত্রীদের মতো ছাত্রদেরও দেওয়া হল স্যানিটারি ন্যাপকিন

স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সরকারি স্কুলের ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন (napkin) দেওয়ার প্রকল্প চালু করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই সাধের প্রকল্প ঘিরেই উঠল…

স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সরকারি স্কুলের ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন (napkin) দেওয়ার প্রকল্প চালু করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই সাধের প্রকল্প ঘিরেই উঠল দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে, বিহারের সরকারি স্কুলের ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও বিলি করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন। ন্যাপকিন কেনার জন্য ছাত্রদের হাতে নিয়মিত টাকা তুলে দেওয়া হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিহারের সরণ জেলার মানজি ব্লকের হালকারি সাহ হাইস্কুল এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই স্কুলটি কো-এড অর্থাৎ ছেলে ও মেয়েরা একই সঙ্গে পড়ে। এই স্কুলেই ঘটেছে আজব কাণ্ড। স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে উচ্চতর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। 

প্রধান শিক্ষক স্বীকার করে নিয়েছেন, বেশ কয়েক জন ছাত্রকে স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য বছরে ১৫০ টাকা করে দেওয়া হয়েছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই জেলা শিক্ষা। আধিকারিক অজয় কুমার সিং জানিয়েছেন, তাঁরা বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই তদন্তের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চার দিনের মধ্যেই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্টে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ মিলবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে স্কুল ছাত্রীদের জন্য এই স্যানিটারি ন্যাপকিন প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য বছরে ১৫০ টাকা করে দেওয়া হয়। যার জন্য বিহার সরকারের বছরে মোট ৬০ কোটি টাকা খরচ করে।