কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ১ জইশ জঙ্গি

kashmir army

নিউজ ডেস্ক, শ্রীনগর: রবিবার সকালে ফের গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকাবাসীর। রবিবার জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish e Mohammed) এক জঙ্গি (Terrorist)।

Advertisements

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর মেলে শ্রীনগরের (Srinagar) হারওয়ান অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই রবিবার ভোর রাতে সেনা ও পুলিশের এক যৌথবাহিনী অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে চালাতে পিছনের দিকে সরে যাওয়ার চষ্টা করে। কিন্তু তারা সেই সুযোগ পায়নি।

   

কারণ গোটা এলাকাটি ঘিরে রেখেছিল নিরাপত্তাবাহিনী। বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের গুলির লড়াই চলে। গুলি বিনিময় থামলে এলাকায় তল্লাশি শুরু করে বাহিনীর সদস্যরা। সে সময় এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। মৃত জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য বলে পুলিশ জানিয়েছে। বাহিনীর অনুমান এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, গোটা এলাকা ঘিরে রেখে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে।

Advertisements

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিরা। অগাস্ট মাসে তালিবান কাবুলের দখল নেওয়ার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা বাড়বে। সেই আশঙ্কা মিলিয়ে দিয়ে ভূস্বর্গে জঙ্গিদের কার্যকলাপ অনেকটাই বেড়েছে। সম্প্রতি শ্রীনগরে পুলিশের বাসে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন তিন পুলিশ কর্মী। আহত হয়েছেন আরো ১৪ জন। এই হামলার পর উপত্যাকায় জুড়ে জোরকদমে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। সেই অভিযানে রবিবার সাফল্য মিলল।