Israel-IranTensions: ইরানি সেনার কবল থেকে ১৭ ভারতীয়কে ছাড়াতে কূটনৈতিক আলোচনা

চলতি ইজরায়েল ইরান সামরিক সংঘাতের (Israel-Iran Tensions) আবহে পারস্য উপসাগরের বিখ্যাত হরমুজ প্রণালীতে ইজরায়েলি মালিকের পণ্যবাহী জাহাজ আটক করেছে ইরানি সেনা। জাহাজটির সব নাবিক বন্দি।…

Israel-IranTensions: ইরানি সেনার কবল থেকে ১৭ ভারতীয়কে ছাড়াতে কূটনৈতিক আলোচনা

চলতি ইজরায়েল ইরান সামরিক সংঘাতের (Israel-Iran Tensions) আবহে পারস্য উপসাগরের বিখ্যাত হরমুজ প্রণালীতে ইজরায়েলি মালিকের পণ্যবাহী জাহাজ আটক করেছে ইরানি সেনা। জাহাজটির সব নাবিক বন্দি। এই তালিকায় থাকা ১৭ জন ভারতীয়কে উদ্ধার করতে ততপর নয়াদিল্লি। জরুরি ভিত্তিতে শুরু হয়েছে তেহরানের সঙ্গে আলোচনা।

সংবাদ সংস্থা পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে,  ভারত তার নাগরিকদের কল্যাণ ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে তেহরান এবং দিল্লি উভয় ক্ষেত্রেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস শনিবার সকালে এমএসসি অ্যারিসকে আটক করে যখন এটি হরমুজ প্রণালী দিয়ে যাত্রা করছিল।

গত ১ এপ্রিল সিরিয়াস্থিত একটি ইরানি  দুতাবাসে হামলায় অভিযুক্ত ইজরায়েল। এতে কয়েকজন ইরানি সেনা অফিসারের মৃত্যু হয়। এই হামলার প্রতিশোধ নিতে ইরানের তরফে প্রতিশোধের হুমকি দিয়েছে  ইজরায়েল। তবে ইজরায়েলের পক্ষ থেকে, ইরানের কনস্যুলেটে হামলার সাথে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করা হয়। এই পরিস্থিতিতে মার্কিন সংবাদ মাধ্যমের খবর, ইরানের তরফে ইজরায়েলের উপর হামলা করার পরিকল্পনা করা হয়েছে।

Advertisements

ইরান-ইজরায়েল এই সংঘাতের আবহে শনিবার পারস্য উপসাগরের আন্তর্জাতিক হরমুজ প্রণালীতে একটি ইজরায়েলি মালিকানাধীন জাহাজটি আটক করে ইরানি সেনা। 

অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, ইরানি কমান্ডোরা হেলিকপ্টারে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে। ইরানের সরকারী সংবাদ মাধ্যম ইরনা (IRNA) জাহাজটি ইরানের জলসীমার অভ্যন্তরে এসেছিল।