INDIA: মোদী ঘনিষ্ঠ আদানিকে কেন আক্রমণ? ইন্ডিয়া জোটের বৈঠকে মমতার গোঁসা

ইন্ডিয়া জোটে (INDIA) এবার মমতার গোঁসা। জোটের বৈঠক তিনি সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা…

Rahul Gandhi mamata Mumbai Meeting

ইন্ডিয়া জোটে (INDIA) এবার মমতার গোঁসা। জোটের বৈঠক তিনি সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ক্ষোভের কারণ মোদী ঘনিষ্ঠ শিল্পপতি আদানির প্রতি রাহুল গান্ধীর তোপ। মুম্বইয়ে জোটের বৈঠক শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া আদানির সাথে প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠতা ও আদানির আর্থিক কেলেঙ্কারির বিষয়ে সরব ছিলেন। কেন জোট শরিক দলগুলির সাথে পরামর্শ না করেই রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে আদানিকে নিয়ে কথা বলতে গেলেন এই প্রশ্ন এবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এই তথ্য দিচ্ছে ইন্ডিয়া টুডে। জানা যাচ্ছে মমতা যথেষ্টই ক্ষুব্ধ। শিল্পপতি আদানিকে পশ্চিমবঙ্গে বারবার বিনিয়োগের জন্য আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। এই বৈঠকে অন্যতম চর্চিত পক্ষ তৃণমূল। বারবার তৃণমূল নেত্রী মমতাকে দেখা গেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পাশে। জোটের পক্ষে অন্যতম সমন্বয়কারী নেতা হলে তৃ়ণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে জোটের অন্দরে ২৮টি দলের মধ্যে বাড়ছে টানাটানি।

জোটের বৈঠকের আগে সাংবাদিক সম্মেলনে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। শেয়ার বাজারে কৃত্রিম ভাবে দর বাড়াতে নিজেদেরই শেয়ার বেনামে কিনেছে আদানি গোষ্ঠি এই চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির সংবাদ বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন।শিল্পপতি গৌতম আদানি ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে সুসম্পর্ক নিয়েও কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মোদীকে নিশানা করে প্রশ্ন করেন,তিনি তদন্তের বিষয়টি নিশ্চিত করবেন? যারা এর সঙ্গে জড়িয়ে তাদের তিনি পাঠাবেন হাজতে? যৌথ সংসদীয় কমিটির তরফে তদন্তের দাবি করেছেন রাহুল।