মুম্বাইয়ের মেগা বৈঠক থেকে লাদাখ জমি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

আজ মুম্বাইয়ের মেগা বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে একেরপর এক তোপ রাহুল গান্ধীর (Rahul Gandhi)।  তার দাবি, লাদাখে জমি দখল করেছে চিন। চিনে আগ্রাসন রুখতে কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে।

Rahul Gandhi mamata Mumbai Meeting

আজ মুম্বাইয়ের মেগা বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে একেরপর এক তোপ রাহুল গান্ধীর (Rahul Gandhi)।  তার দাবি, লাদাখে জমি দখল করেছে চিন। চিনে আগ্রাসন রুখতে কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে। পশু পালকদের জমি দখলের বিষয়েও মিথ্যে বলছে কেন্দ্র। মোদীকে নিশানা রাহুলের।

রাহুল গান্ধী জানিয়েছেন, আমি একদিন লাদাখে কাটিয়েছি। প্যাংগং লেকে যারা বসবাস করে তাদের কাছে গিয়েছিলাম। তারা আমাকে জানিয়েছে যে, চিনারা ভারতীয় জমিতে দখল করছে। তারা আমায় বলেছে যে প্রধানমন্ত্রী এই বিষয়ে মিথ্যে বলছে। যে চিনারা আমাদের জমি নেয়নি।

কেন্দ্র সরকার ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি জানিয়েছেন যে, লাদাখের প্রত্যেকটি মানুষ জানে যে, লাদাখ সহ গোটা ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র সরকার। চিনা এবং ভারত সরকারের মধ্যে থাকা পুরো বিষয়টি পরিষ্কার”।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী পূর্ব লাদাখের প্যাংগং লেকে বাইকে চালিয়েছেন। যেখানে তিনি একটি পর্যটক শিবিরে রাত্রিযাপন করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল তার বাবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন (২০ আগস্ট) প্যাংগং লেকে উদযাপন করেছেন।

এরসঙ্গে তিনি ওই দিন লাদাখের মানুষদের সঙ্গে কথা বলেন। এবং লাদাখের জমি চিনারা দখল করছে এই নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। এবং তাকে বিশ্বাসঘাতক বলে দাবি করেন।