নৈরাজ্যের বাংলাদেশ। অরাজক পরিস্থিতি জারি। সীমান্ত পেরিয়ে ও-পার বাংলা থেকে এ-পারে ঢোকার চেষ্টায় বাংলাদেশিরা। সতর্ক ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ স্থিত সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
ভারতীয় ভিসার জন্য আবেদন করার অনলাইন পোর্টালে এখন একটিই বার্তা রয়েছে, “অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নোটিস না হওয়া পর্যন্ত সমস্ত IVAC বন্ধ থাকবে৷ পরবর্তী আবেদনের তারিখ SMS-এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কর্মদিবসে পাসপোর্ট নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ “
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নয়াদিল্লি ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশে কনস্যুলেট থেকে বেশিরভাগ কর্মী এবং তাঁদের পরিবারকে সরিয়ে নিয়েছিলেন। তার একদিন পরেই বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হল। সরকারের সূত্র জানিয়েছে ভারতীয় কূটনীতিকরা অবশ্য সেদেশেই রয়েছেন এবং কাজ জারি রয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতের একটি হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে কনস্যুলেট রয়েছে।
স্বাস্থ্য-জীবন বিমা প্রিমিয়ামে জিএসটি বাতিলের দাবি, ‘নাকট’ বলে বিরোধীদের চ্যালেঞ্জ নির্মলার
বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের জেরে ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রীকে পদ ছাড়তে হয়। গত সোমবার তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন।
সেদেশের সেনাবাহিনী সমর্থিত একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া জারি রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস।
ইউনূসের সুরক্ষায় হাসিনার বডিগার্ডরা? ইন্দিরা হত্যার প্রসঙ্গ টেনে বাংলাদেশ শিহরিত
প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, বাংলাদেশে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে ৯ হাজার ছাত্র। তিনি বলেন, বিক্ষোভ শুরু হওয়ার পর অনেক শিক্ষার্থী ভারতে ফিরে এসেছেন। সরকার সেখানে ভারতীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে চলচে। তিনি আরও জানান, সরকার বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।