Ukraine War: রোমানিয়া সীমান্তে পেটানো হচ্ছে! সাহায্য করছে না ভারতীয় দূতাবাস, অভিযোগ ছাত্রীর

ইউক্রেনের পরিস্থিতি সংকটজনক। বিশ্বের প্রতিটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে নিয়ে আসার দিকে জোর দিয়েছে। ব্যতিক্রম নয় ভারতও। ভারতের তরফে বলা হয়েছে ইউক্রেনের ভারতীয় নাগরিকদের…

ইউক্রেনের পরিস্থিতি সংকটজনক। বিশ্বের প্রতিটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে নিয়ে আসার দিকে জোর দিয়েছে। ব্যতিক্রম নয় ভারতও। ভারতের তরফে বলা হয়েছে ইউক্রেনের ভারতীয় নাগরিকদের হাঙ্গেরি, পোল্যান্ড বা রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হবে। কয়েকটি বিমান ইতিমধ্যেই ওই দেশগুলি থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছে। কিন্তু পরিস্থিতি সর্বত্র সমান নয়।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে এক ছাত্রী তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, তাঁরা ক্রমাগত ভারতীয় দূতাবাসে ফোন করছেন। কিন্তু তাঁদের ফোন ধরা হচ্ছে না। উলটে কেটে দেওয়া হচ্ছে। তিনি হোয়াটসঅ্যাপ মেসেজের চ্যাট দেখিয়েছেন ভিডিওয়। যেখানে দূতাবাসের এক কর্মীকে তাঁরা ভিডিও পাঠিয়েছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে রোমানিয়া সীমান্তে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এমনকি তাদের পেটানো হচ্ছে। কিন্তু সেই ভিডিও পাওয়ার পরও দূতাবাসের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে তাঁদের গাইড করার জায়গায় তাঁদের ফোন কেটে দেওয়া হচ্ছে। অন্যান্য দেশের সরকার তাদের নাগরিকদের নিয়ে যাচ্ছে। কিন্তু ভারত সরকার কিছু করছে না বলে ভিডিওয় অভিযোগ জানিয়েছেন ছাত্রী।

তাঁর বক্তব্য, তাঁদের সীমান্ত পর্যন্ত পৌঁছতে বলা হয়েছে। কিন্তু তাঁরা বর্তমানে যেই জায়গায় রয়েছেন সেখান থেকে সীমান্ত ৮০০ কিলোমিটার দূরে। সেই পর্যন্ত তাঁরা পৌঁছবেন কী করে এমন পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস তাঁদের সাহায্য করছে না। ভারতীয়দের সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, যে ভারত সরকার তাদের সাহায্য করছে, তা নয়। তাই এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর আবেদন জানিয়েছেন ওই ছাত্রী।