বিক্ষোভের জেরে ভাষণ শুরু করতেই পারলেন না রাজ্যপাল

বিজেপির বিক্ষোভের জেরে বিধানসভায় ভাষণ শুরু করতেই পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকর। যদিও তাঁকে ভাষণ শুরু করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় অধিবেশন…

jagdeep dhankar

বিজেপির বিক্ষোভের জেরে বিধানসভায় ভাষণ শুরু করতেই পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকর। যদিও তাঁকে ভাষণ শুরু করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিধানসভায় অধিবেশন শুরু হতেই পুরভোটে সন্ত্রাস নিয়ে অভিযোগ তোলে বিজেপি শিবির। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা। এরপর প্রায় ১৫ মিনিট ধরে ভাষণ দিতে পারেননি রাজ্যপাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্যপাল বিধানসভা থেকে বেরিয়ে যেতে চান।

জানা গিয়েছে, এদিন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে বিক্ষোভ। এদিন সর্বদলীয় বৈঠকও বয়কট করে বিজেপি। সম্প্রতি শেষ হয়েছে পুরভোট। আর এই পুরভোটের ফল প্রকাশের পরে বসতে চলেছে বিধানসভা অধিবেশন। পুরভোটে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বঙ্গ গেরুয়া শিবির। বিধানসভার অধিবেশন শুরুর আগে বিজেপির এহেন সিদ্ধান্তের অধিবেশনে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছে বিশিষ্ট মহল।