Defence:প্রতিরক্ষা সংক্রান্ত খরচে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এলো ভারত

লোকসভা ভোটের মুখে ভারতীয় সামরিক ক্ষেত্রে আবারও খুশির খবর। একটি বহুজাতিক সংস্থার রিপোর্টে ভারতীয় সামরিক বাহিনীর জয়কয়কার। সম্প্রতি প্রকাশ্যে এল এক তথ্য। যেখানে দেখা যাচ্ছে…

indian-army-military-equipment

লোকসভা ভোটের মুখে ভারতীয় সামরিক ক্ষেত্রে আবারও খুশির খবর। একটি বহুজাতিক সংস্থার রিপোর্টে ভারতীয় সামরিক বাহিনীর জয়কয়কার। সম্প্রতি প্রকাশ্যে এল এক তথ্য। যেখানে দেখা যাচ্ছে সামরিক খরচে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ২০২৩ সালে প্রতিরক্ষা খাতে ও সেনার অত্যাধুনিকরণে ভারত খরচ করেছে ৮৪ বিলিয়ন ডলার। বিশ্ব তালিকায় আমেরিকা, চিন ও রাশিয়ার পরেই জায়গা করে নিয়েছে ভারত। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সাধুবাদ জানিয়েছে বিরোধী শাসক শিবির দুই পক্ষই।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা মতে ভারত গত বছরে তাদের সামরিক ক্ষেত্রে এবং সেনার আধুনিকরনের ক্ষেত্রে বিপুল অর্থ খরচ করেছে যা একটি তৃতীয় বিশ্বের দেশ হিসেবে প্রচুর।সারা বিশ্বের দেশগুলির প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৩ সালে তা ২,৪৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে, ভারত- বিশ্বের চতুর্থ দেশ যারা নিজেদের প্রতিরক্ষায় সবচেয়ে বেশি ব্যয় করে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে ভারত ২০২৪-২৫ এর জন্য ৬.২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এর মাত্র ২৮% রাখা হয়েছে সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য। প্রতিরক্ষা বাজেট দেশের জিডিপির প্রায় ১.৯ শতাংশ। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ তার ১৪ লক্ষ সশস্ত্র বাহিনীর বিশাল স্যালারি এবং পেনশন বিল এবং দুর্বল প্রতিরক্ষা-শিল্প বেসে কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

এই সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, যে দেশগুলো প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করে সেগুলি হলো আমেরিকা ৯১৬ বিলিয়ন ডলার, চিন ২৯৬ বিলিয়ন ডলার, রাশিয়া ১০৯  বিলিয়ন ডলার, ভারত ৮৪ বিলিয়ন ডলার, সৌদি আরব ৭৬ বিলিয়ন ডলার, ব্রিটেন ৭৫ বিলিয়ন ডলার, জার্মানি ৭৫ বিলিয়ন ডলার। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত তাদের ক্ষমতা বৃদ্ধি করতে একটুও পিছপা হবে না বলেই দাবি করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেই মতোই সমীক্ষার রিপোর্টে উঠে এল তথ্য।