পাইলট সহ ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

  ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান (IAF)। জানা গিয়েছে, সোমবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনে জেলার ইন্দাপুর তালুকের কাদবনবাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষক বিমান…

 

ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান (IAF)। জানা গিয়েছে, সোমবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনে জেলার ইন্দাপুর তালুকের কাদবনবাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষক বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় মহিলা পাইলট সামান্য আহত হয়েছেন।

   

প্রযুক্তিগত ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় মহিলা পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সূত্রের খবর, মহিলা পাইলট গুরুতর কোনো আঘাত পাননি।

জানা গিয়েছে, সোমবার এই বিমানটি বারমতি থেকে যাত্রা করে। এদিকে, ইন্দাপুর তালুকের কদবনওয়াড়ি এলাকায় পৌঁছতেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পতনের কারণ এখনও স্পষ্ট নয়। যদিও তথ্য অনুযায়ী, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে, ভাগ্যক্রমে, বিমানে বসা পাইলট পায়েল অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এই দুর্ঘটনায় বিমানটির অনেক ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় যুবকরা ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে নিরাপদে বের করে আনেন।