Covid 19: একলাফে ৩ হাজার কমল সংক্রমণ, খুলল সীমান্ত

যতদিন এগোচ্ছে ততই হু হু করে কমছে দেশের দৈনিক করোনার (Coronavirus) সংক্রমণ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন…

যতদিন এগোচ্ছে ততই হু হু করে কমছে দেশের দৈনিক করোনার (Coronavirus) সংক্রমণ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন , যা কিনা এই বছরে সর্বনিম্ন। একদিনে মৃত্যু হয়েছে ২০৬ জনের।

অন্যদিকে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ১৩১ জন। দৈনিক সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশে। দেশে এখনো অবধি কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১২ হাজার ১০৯ জনের।

   

দৈনিক কোভিড-১৯ কেস টানা ১৫ দিন ধরে এক লাখের নিচে রয়েছে। করোনার পাশাপাশি দাপট কমেছে ওমিক্রনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ২৮৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯০১ জন।  এখনো অবধি কোভিডের টিকা পেয়েছেন ১৭৫ কোটি ৪৬ হাজার মানুষ।

এদিকে ধীরে ধীরে শিথিল হচ্ছে কোভিডের (Covid 19) বিধিনিষেধ। শোনা যাচ্ছে, সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার দিকে হাঁটতে চলেছে ব্রিটেনও (Britain)। পর্যটকদের জন্য দেশের সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া (Auatralia) প্রশাসন।