Weather: শীতের বিদায়, বসন্তেও বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে

ফাল্গুনের শুরুতে বিদায় নিল শীত। কিন্তু বৃষ্টিপ ভ্রুকুটি এখনই কাটছে না। রবিবার রাজ্যের একাধিক জায়গায় হয়েছে বৃষ্টিপাত। এই সপ্তাহের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া…

ফাল্গুনের শুরুতে বিদায় নিল শীত। কিন্তু বৃষ্টিপ ভ্রুকুটি এখনই কাটছে না। রবিবার রাজ্যের একাধিক জায়গায় হয়েছে বৃষ্টিপাত। এই সপ্তাহের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

সোমবার আকাশ থাকবে পরিষ্কার। ভোরে দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশা। তবে সকালে কুয়াশা থাকায় বিমান চলাচল ও ট্রেন চলাচল ব্যহত হয়। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া থাকবে শুষ্ক। রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তবে বৃহস্পতিবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই হতে পারে বৃষ্টি।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলির আবহাওয়া বুধবার সকাল পর্যন্ত শুকনো থাকবে।