নয়াদিল্লি: “পাকিস্তান তাদের সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে যতই গভীর জায়গায় নিয়ে যাক, তাও আমাদের রেঞ্জের বাইরে নয়।” — সাফ বার্তা দিলেন ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা।
সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতের কাছে এমন ক্ষমতা রয়েছে, যা দিয়ে পাকিস্তানের গোটা ভূখণ্ডে নির্ভুল আঘাত হানা সম্ভব। তারা চাইলে কেপিকেও (খাইবার পাখতুনখোয়া) সদর দপ্তর সরিয়ে নিতে পারে, কিন্তু সেখানেও আমরা পৌঁছতে পারি। পাকিস্তানের এক ইঞ্চি জমিও আমাদের নাগালের বাইরে নয়।”
অপারেশন ‘সিঁদুর’: প্রত্যাঘাতের প্রতীক
৭ মে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ — এক নির্ভুল সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি শিবির। এই প্রতিশোধমূলক হামলা আসে ঠিক দু’সপ্তাহ পর, যখন পাকিস্তান-প্রশাসিত জঙ্গিদের হাতে কাশ্মীরের পাহালগামে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান।
ভারত এই অভিযানে ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ড্রোন, প্রিসিশন-গাইডেড মিউনিশন, এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। একের পর এক হামলায় কেঁপে ওঠে পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটি, এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও ধাক্কা লাগে।
পাল্টা আক্রমণ ও তার জবাব India can strike all of Pak
ভারতের হামলার পর পাকিস্তান পাল্টা চালায় ড্রোন হামলা— মাত্র চার দিনে ৮০০ থেকে ১০০০ অস্ত্রবাহী ড্রোন পাঠায় ভারতের পশ্চিম সীমান্ত বরাবর। কিন্তু সেনা, নৌ ও বায়ুসেনার যৌথ তৎপরতায় প্রতিটি ইউসিএভি (Unmanned Combat Aerial Vehicle) আকাশেই ধ্বংস করা হয়।
ডি’কুনহা জানান, “ওরা বেসামরিক এলাকায় আঘাত হানার উদ্দেশ্য নিয়েছিল, কিন্তু একটিও সফল হয়নি। কোনও সাধারণ মানুষের ক্ষতি হয়নি— সেটাই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের প্রমাণ।”
যুদ্ধবিরতি ও ভবিষ্যতের বার্তা
ভারতের নির্ভুল ও কৌশলী প্রতিরোধে চাপে পড়ে পাকিস্তান আলোচনার পথে হাঁটতে বাধ্য হয়। ১০ মে দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা এখনো কার্যকর।
এই পুরো পর্বে ভারতের বার্তা স্পষ্ট — শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজন হলে আগ্রাসন রুখে দিতে আক্রমণও জানে ভারত। সেনার শক্তি এখন শুধু সীমান্ত পাহারা নয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষকে তাদের ঘরে গিয়েই জবাব দেওয়া।
ভারতের এই আত্মবিশ্বাস এবং প্রস্তুতি শুধু প্রতিরক্ষা কৌশলের পাল্টা সংজ্ঞা নয়, বরং এক আধুনিক, সজাগ রাষ্ট্রের বাস্তব চিত্র— যে নিজের সীমান্ত, নাগরিক ও মর্যাদা রক্ষা করতে জানে, যে কোনও পরিস্থিতিতে।
Bharat: India’s Air Defense chief warns Pakistan its entire territory is within range after Operation Sindur targeted terror camps. Pakistan’s retaliatory drone attacks foiled. Ceasefire agreed. Get the latest India-Pakistan security updates.