খুশির খবর! Tata Safari ও Harrier-এর পেট্রোল ভ্যারিয়েন্ট আসছে, চলতি অর্থবর্ষেই হবে লঞ্চ

ভারতের অন্যতম জনপ্রিয় SUV নির্মাতা টাটা মোটরস (Tata Motors) তাদের দুই শক্তিশালী মডেল Tata Safari এবং Tata Harrier-কে নতুন রূপে বাজারে আনতে চলেছে। এই দুই…

Tata Safari and Harrier to get petrol variants, launch this fiscal

ভারতের অন্যতম জনপ্রিয় SUV নির্মাতা টাটা মোটরস (Tata Motors) তাদের দুই শক্তিশালী মডেল Tata Safari এবং Tata Harrier-কে নতুন রূপে বাজারে আনতে চলেছে। এই দুই গাড়ির ফেসলিফ্ট ভার্সন চলতি অর্থবর্ষের মধ্যেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েক বছর আগে শেষবার আপডেট পেয়েছিল এই দুটি SUV। তাই এখন সময় এসেছে এক নতুন, আধুনিক মেকওভারের। ইতিমধ্যেই রাস্তায় ফেসলিফ্ট ভার্সনের প্রোটোটাইপ দেখা গিয়েছে, যা থেকে নিশ্চিত যে শীঘ্রই মডেল দুটি বাজারে লঞ্চ করবে।

Tata Safari ও Harrier ব্যাপক মেকওভার পাচ্ছে

টাটা মোটরস এখনও অফিসিয়ালি নতুন হ্যারিয়ার ও সাফারির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই আপডেট শুধু চেহারার পরিবর্তন নয়, বরং ফিচার এবং ইঞ্জিন, উভয় ক্ষেত্রেই বড় বদল আসবে। এর ফলে SUV প্রেমীদের জন্য এটি হতে চলেছে এক গুরুত্বপূর্ণ আপগ্রেড।

   

ভারতে MG Windsor EV Pro-র ডেলিভারি শুরু হল, এক চার্জে ছুটবে 449 কিমি

সবচেয়ে বড় চমক, এই প্রথমবার Tata Safari এবং Harrier SUV-তে পেট্রোল ইঞ্জিনের অপশন থাকবে। নতুন ফেসলিফ্ট ভার্সনে থাকছে ১.৫ লিটার TGDi পেট্রোল মোটর, যা প্রায় ১৬৮ বিএইচপি শক্তি এবং ২৮০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনের সঙ্গে থাকবে ছয়-গতির ম্যানুয়াল গিয়ারবক্স ও সাত-গতির DCT অটোমেটিক ট্রান্সমিশন অপশন।

টাটার নতুন Curvv মডেলে যে ১.২ লিটার TGDi ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেটিও বেশ শক্তিশালী (১১৮ বিএইচপি এবং ১৭০ এনএম টর্ক)। তবে সাফারি ও হ্যারিয়ার-এ ব্যবহৃত হবে আরও উন্নত ১.৫ লিটার ভার্সন, যা বড় গাড়ির জন্য বেশি উপযোগী।

Advertisements

নতুন ফিচারে থাকবে ADAS Level 2

নতুন হ্যারিয়ার ও সাফারির ফিচার লিস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হবে ADAS Level 2 সিস্টেম, যা গাড়ির নিরাপত্তা ও স্মার্ট ড্রাইভিংকে আরও উন্নত করবে। এছাড়া ডিজাইনেও কিছু পরিবর্তন আসবে। ধারণা করা হচ্ছে, ৩ জুন যখন Harrier EV লঞ্চ হবে, তখন তার ডিজাইন থেকে কিছুটা আভাস পাওয়া যেতে পারে নতুন ফেসলিফ্ট মডেলের।

২০২৩ সালের শেষ দিকে এই দুই SUV-এর সর্বশেষ মেকওভার হয়েছিল। এবারে তার থেকেও অনেক বড় পরিবর্তন আসছে – এটি হবে গাড়ি দুটির সবচেয়ে বড় আপডেট। বিশেষ করে, নতুন পেট্রোল ইঞ্জিন ও আধুনিক ফিচারের সংযোজন এই মডেলগুলিকে একটি নতুন স্তরে নিয়ে যাবে। প্রতিটি পেট্রোল ভ্যারিয়েন্টের দাম ডিজেল ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ১ লক্ষ টাকা কম হতে পারে, যা অনেক গ্রাহকের কাছে এক বড় আকর্ষণ হয়ে উঠবে।

মারুতির এই জনপ্রিয় গাড়ি লঞ্চ হল ভিনদেশে, দেশীয় ভার্সনের থেকে কতটা আলাদা?

প্রসঙ্গত, ভারতের SUV মার্কেটে টাটা আবারও এক নতুন দিগন্ত আনতে চলেছে। যারা Tata Harrier বা Tata Safari কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য অপেক্ষার পালা হয়তো আর বেশি দিন নয়। নতুন পেট্রোল ভ্যারিয়েন্টের আগমন এবং আধুনিক ফিচারের সংযোজন SUV-প্রেমীদের এক নতুন অভিজ্ঞতার স্বাদ দিতে চলেছে।