IND-China: গণফৌজের হামলার পরেই আঁটোসাঁটো নিরাপত্তা,আকাশপথে টহলদারি নজর বায়ুসেনার

লাদাখের পর অরুণাচলে ফের মুখোমুখি ভারত-চিন(IND-CHINA)। শুক্রবার গভীর রাতে অরুণাচল প্রদেশের তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে আহত দুই পক্ষের ৩০ জন জওয়ান। সীমান্ত অতিক্রম করে…

লাদাখের পর অরুণাচলে ফের মুখোমুখি ভারত-চিন(IND-CHINA)। শুক্রবার গভীর রাতে অরুণাচল প্রদেশের তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে আহত দুই পক্ষের ৩০ জন জওয়ান। সীমান্ত অতিক্রম করে চিনের হামলা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। দুই দেশের মধ্যে পরিস্থিতি এখন যথেষ্টই উত্তপ্ত। এর মাঝেই আকাশপথে নজরদারি শুরু করল ভারত। সূত্রের খবর, চলতি সপ্তাহে চিনের তরফে দুই থেকে তিনবার বায়ুসেনার টহলদারি নজরে এসেছে। এরপরেই হামলা চালানো হয়েছে ভারতের ওপরে। 

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন তাওয়াঙ এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা করে গণফৌজের৷ সূত্রের খবর, চিনা ফৌজ সীমান্ত পেরিয়ে হামলা করতে এলেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এই সংঘর্ষে ‘রুল অফ এনগেজমেন্ট’ এর নিয়ম মেনে কোনরকম আগ্নেয়াস্ত ব্যবহার করেননি দুই পক্ষ। কিছু সময় সংঘর্ষ চলার পর দুই পক্ষের সেনার উচ্চস্তরের আধিকারিকদের আলোচনায় ডিসএনগেজমেন্ট এর বিষয়ে সম্মতি প্রকাশ করে পিছিয়ে যায় দুই দেশের সেনা।

শুক্রবার গভীর রাতে হঠাৎ করে লাঠি হাতে সীমান্ত রেখা পেরিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করে প্রায় ৩০০ চিনা জওয়ান। ১৭ হাজার ফুট উচ্চ একটি চুড়ার শীর্ষে ওঠার চেষ্টা করে তারা। এমনকি একটি ভারতীয় সেনা পোস্ট উপড়ে ফেলার চেষ্টা করে গণফৌজের সৈন্যরা। এই সংঘর্ষের ফলে ভারতীয় সেনার ৬ জন জওয়ান আহত হয়েছে যারা এখন গুয়াহাটিতে চিকিৎসাধীন। সূত্রে খবর এই সংঘর্ষে আহত হয়েছে চিনা সেনারাও। আহত চিনা সেনার সংখ্যা বাড়তে পারে।

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ানে হামলা চালায় চিনা ফৌজ। তারপর থেকে অরুণাচলের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছেন প্রতিরক্ষা মন্ত্রক। আজই সংসদে এবিষয়ে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে সরকারের বিবৃতি চেয়ে মঙ্গলবার সংসদে মুলতুবি প্রস্তাব দিয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদ। এমনকি এবিষয়ে তাঁরা সংসদে আলোচনাও চেয়েছেন। বিরোধী দলগুলির তরফে একাধিক মুলতুবি প্রস্তাব আনা হয়েছে। যা নিয়ে আগামী দিনে উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি।