Himanta Biswa Sarma: ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, হিমন্তর বিরুদ্ধে ১০ কোটির মামলা

বিজেপির অন্যতম ভোট ম্যানেজার তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। চরম বিতর্ক। হিমন্তর বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা…

বিজেপির অন্যতম ভোট ম্যানেজার তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। চরম বিতর্ক। হিমন্তর বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা দায়ের হল।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি ভূপেন বরার অভিযোগ, তাঁর নামে ভুয়ো তথ্য ছড়িয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি হিমন্ত দাবি করেন, 2025 সালের মধ্যে ভুপেন বরা বিজেপিতে যোগ দেবেন। এই দাবির জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ভুপেন বরা।

অসম সরগরম। বোরা কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার দাবি অস্বীকার করেছেন। তাঁর দায়ের মামলাটি আনুষ্ঠানিকভাবে আদালতে নথিভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা 2025 সালে কংগ্রেস থেকে ভুপেন বোরাহের ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) সম্ভাব্য দলত্যাগের বিষয়ে বলার পর থেকে বিতর্ক চরমে।