INC: ‘আজ যে বন্ধু কাল সে শুভেন্দু’ আধুনিক প্রবাদ মেনে নজরবন্দি নির্দেশ কংগ্রেসের

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: জনমত সমীক্ষা বিপর্যয় ইঙ্গিত দিলেও ইভিএম খোলার পর থেকে কোনও রিস্ক নিতে চায়না সর্বভারতীয় কংগ্রেস (INC), সন্ধে নামতেই রাতের পাশা খেলা শুরু…

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি:

জনমত সমীক্ষা বিপর্যয় ইঙ্গিত দিলেও ইভিএম খোলার পর থেকে কোনও রিস্ক নিতে চায়না সর্বভারতীয় কংগ্রেস (INC), সন্ধে নামতেই রাতের পাশা খেলা শুরু রাজধানীতে।

   

এআইসিসি থেকে চলছে হটলাইন বার্তা আদায় প্রদান। ‘আজ যে বন্ধু কাল সে শুভেন্দু’ আধুনিক এই ফেসবুক প্রবাদ মেনে নিচ্ছে জাতীয় কংগ্রেস। সকালে ফলাফল ঘোষণার আগেই পাঁচ রাজ্যের প্রদেশ কংগ্রেস ভবনে চলে গেল নির্দেশ-বিধায়কদের নজরবন্দি করো।

সূত্রের খবর পাঞ্জাব ও গোয়ার বিধায়কদের জন্য বিলাশবহুল হোটেলের যাবতীয় আরাম ব্যবস্থা করা হয়েছে। তেমন হলে ছত্তিসগড় ও রাজস্থান নিয়ে যাওয়া হবে।

দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে বিশেষ নির্দেশ পাঠিয়েছেন ‘ম্যাডাম’। আর কংগ্রেস রাজনীতিতে ম্যাডামের নির্দেশ মানে সর্ব শীর্ষ।

সর্বভারতীয় কংগ্রেস ক্রাইসিস ম্যানেজাররা বিশেষ বুদ্ধি নিচ্ছেন এনসিপি প্রধান শারদ পাঠদানের কাছে। বহু ক্রাইসিসের ত্রাতা শারদ পাওয়া বিখ্যাত তাঁর পাওয়ার প্লে ছকের জন্য। এই ছকেই তিনি মহারাষ্ট্রে বাজিমাত করেন। সেই পাওয়ার প্লে দেখতে চান ম্যাডাম গান্ধী।

কংগ্রেসের নেতাদের উদ্বেগ কাটছে না। বিশ্বাস নেই। যে কেউ দলবদলু হয়ে যেতে পারে। আশঙ্কিত কংগ্রেস। ফলাফল ঘোষণার আগেই পাঞ্জাব প্রদেশ কংগ্রেস জারি করল বিশেষ নির্দেশ। জয়ী বিধায়করা সার্টিফিকেট নিয়েই প্রদেশ কংগ্রেস দফতরে হাজিরা দেবেন। পাঞ্জাব প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধু বলেছেন, এই নির্দেশ মানতেই হবে।

খবর আসছে গোয়া থেকে। সেখানে আর ঝুঁকি নেবেনা কংগ্রেস। গোয়ায় জিতেও রাজ্যে দল ভাঙানোর খেলায় কংগ্রেস উড়ে গেছিল। তবে মণিপুরেও বিশেষ নজর এআইসিসির। উত্তরাখণ্ডে জয়ের গন্ধ পেয়েছে কংগ্রেস। দুই রাজ্যেই জয়ী বিধায়কদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উত্তর প্রদেশেও বিজয়ী বিধায়কদের জন্য থাকছে দলীয় দফতরে হাজিরার নির্দেশ।