Hijab Row: হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা, কর্নাটক ফের সরগরম

Hijab row plaintiffs not allowed to appear in Karnataka exam

হিজাব (Hijab row) পরে পরীক্ষা দিতে যাওয়ায় দ্বাদশ শ্রেণির দুই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হল না।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকে। এর জেরে নতুন করে হিজাব বিতর্ক উস্কে উঠল।

শুক্রবার থেকে কর্নাটকে বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর আগেই এই রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, কোনও পরীক্ষার্থী হিজাব পরে পরীক্ষা দিতে গেলে তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পড়ুয়াদের পোশাক বিধি মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। বহু মুসলিম পড়ুয়া শিক্ষামন্ত্রীর কাছে হিজাব পরে পরীক্ষা দিতে যাওয়ার অনুমতি চেয়ে ছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী সেই আবেদনে কর্ণপাত করেননি।

   

বিষয়টি জানার পরও এদিন আলিয়া আসাদি ও রেশমি নামে দুই পড়ুয়া হিজাব পরেই পরীক্ষা দিতে যান। এই দুই ছাত্রী সম্প্রতি কর্নাটকের হিজাব আন্দোলনের অন্যতম মুখ। এদিন তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ওই পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকরা স্পষ্ট জানিয়ে দেন, পোশাক বিধি মানা না হলে কাউকেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ওই দুই ছাত্রী পর্যবেক্ষকদের প্রায় ঘণ্টাখানেক ধরে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। শেষ পর্যন্ত ওই দুই পড়ুয়া নিজেদের জেদ বজায় রাখতে পরীক্ষা না দিয়ে ফিরে যান। তাদের শিক্ষাজীবন এক বছর পিছিয়ে গেল।

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কর্নাটক সরকার নির্দেশ জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করেছে। তারপরই রাজ্যে হিজাব ইস্যুতে আন্দোলন শুরু হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন