ব্রিটেনের সহযোগিতায় ভারতে তৈরি হবে যুদ্ধবিমান: জনসন

ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমান। সব ধরনের সাহায্য করবে ব্রিটেন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পর এই ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী…

ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমান। সব ধরনের সাহায্য করবে ব্রিটেন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পর এই ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন জনসন। ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করাই এই সফরে বরিস জনসনের উদ্দেশ্য।

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। বৈঠকে ভারতীয় বিদেশনীতির ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

বরিস জনসন বলেন, স্বাধীন এবং নিরপেক্ষ বৈদেশিক নীতি ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্যতা দিয়েছে। এই বৈঠকে দুদেশের প্রধানমন্ত্রী মূলত সামরিক সহযোগিতা’, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখা, মুক্ত বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

জনসন বলেন, চলতি বছরে দীপাবলির আগেই ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত ও ব্রিটেন আগামী দিনে একসঙ্গে পথ চলবে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ হাতে হাত মিলিয়ে কাজ করবে।

বৈঠকের আলোচ্যসূচিতে ছিল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। মোদী এদিন জনসনকে স্পষ্ট জানিয়েছেন, ভারত চায় অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা হোক। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মোদীর সঙ্গে তাঁর আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তিনি নিশ্চিত আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। চিন ও রাশিয়ার সরাসরি নাম না করে জনসন বলেছেন, সম্প্রতি স্বৈরতান্ত্রিক শক্তির ক্ষমতার আস্ফালন দেখা যাচ্ছে। এটা গোটা বিশ্বের শান্তির পক্ষে অস্বস্তিজনক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে শান্তি বজায় থাকে সে বিষয়ে সকলেই সতর্ক থাকতে হবে।

বরিস জনসন ভারতীয় সংস্থার তৈরি করোনা ভ্যাকসিনেরও গুণগান গেয়েছেন। তিনি বলেছেন ভারতের তৈরি ভ্যাকসিন তিনি নিয়েছেন।