Cyclone Asani: ভারী বৃষ্টিতে জেরবার একাধিক জেলা, এক ধাক্কায় ৯ ডিগ্রি কমল তাপমাত্রা

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও বড়সড় কিছু হওয়ার হাত থেকেই রেহাই মিলেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। স্পেশাল রিলিফ কমিশনার…

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও বড়সড় কিছু হওয়ার হাত থেকেই রেহাই মিলেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ কুমার জেনা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘অশনি’ কারণে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খোরধা জেলায়, তার পরেই রয়েছে গজপতি ও নাইগড়ে। এছাড়া কেন্দুঝাড় জেলার ঘাসিপুরা ব্লকে ৭২.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, পুরী জেলার কানস ব্লকে ৫৬ মিমি বৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, এ মধ্যরাতেই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এলাকা থেকে ফের বঙ্গোপসাগর পর্যন্ত রিকার্ভ হতে শুরু করবে। তাই ওড়িশায় তেমন বড় কোনও সমস্যা হবে না। হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে রাজ্যের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় বেঙ্গালুরুর বাসিন্দারা আনন্দিত হয়েছেন, যা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি কম। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ২০০০ সালের পর মে মাসে সবচেয়ে শীতলতম দিনের সাক্ষী থেকেছে শহর।

 

বেঙ্গালুরুর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা শহরে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।