করোনার জেরে বাজেট থেকে বাদ গেল হালুয়া

মঙ্গলবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই মুহূর্তে চলছে বাজেট প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের কাজ। বাজেটের চূড়ান্ত পর্যায়ে প্রতিবছরই অর্থ…

মঙ্গলবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই মুহূর্তে চলছে বাজেট প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের কাজ। বাজেটের চূড়ান্ত পর্যায়ে প্রতিবছরই অর্থ মন্ত্রকের আমলা ও কর্মীদের হালুয়া রান্না করে খাওয়ানো হয়। অর্থমন্ত্রীর নিজেই খুন্তি নাড়িয়ে হালুয়া রান্নার সূচনা করেন। কিন্তু করোনার জেরে কোপ পড়েছে হালুয়াতেও। অর্থাৎ এবারের বাজেট প্রস্তুতের যুক্ত কেউই হালুয়া পাবেন না। পরিবর্তে তাঁদের সকলের কাছেই বেশ বড় মাপের মিষ্টির প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।

বাজেট তৈরির সঙ্গে যুক্ত কর্মীদের গোপনীয়তা রক্ষায় সর্বাধিক নজর দিতে হয়। এই গোপনীয়তা রক্ষা করতেই বাজেট বিল্ডিংয়ে রয়েছেন আধিকারিক ও কর্মীরা। বাজেট পেশ না হওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। করোনাজনিত কারণে এবার যেমন হালুয়ায় কোপ পড়েছে তেমনই বাজেটেও কোনও কাগজপত্রও থাকছে না। অর্থাৎ পরপর দু’বছর পেপারলেস বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। সাধারণ মানুষ যাতে সরাসরি বাজেট দেখতে পান তার জন্য ‘কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপ’ চালু করেছে সরকার। তাতে ইংরেজি এবং হিন্দি এই দুই ভাষায় বাজেটের যাবতীয় নথি পাওয়া যাবে। এছাড়াও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পোর্টাল থেকেও বাজেটের নথি ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ। indiabudget.gov.in অ্যাপ ডাউনলোড করেও বাজেট সংক্রান্ত সব তথ্য জানা যাবে।

স্বাধীনতার পর থেকেই বাজেট নথি ব্রিফকেসে করে সংসদে নিয়ে আসতেন অর্থমন্ত্রীরা। কিন্তু দীর্ঘ দিনের সেই প্রথা রদ করেছেন নির্মলা। ব্রিফকেসের পরিবর্তে এখন লাল শালুর কাপড়ে মোড়া নথিপত্র নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী। তবে করোনার কারণে গত বছর থেকেই সেই প্রথাও উঠে গিয়েছে। এখন ডিজিটাল বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবারও ডিজিটাল বাজেট পেশ করবেন তিনি।

এবারের বাজেট কী ধরনের প্রস্তাব রাখা হতে পারে তার কোন হদিশ এখনও মেলেনি। এবার বিভিন্ন মহল থেকে দেশের বয়স্ক নাগরিকদের মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়ার সুপারিশ জমা পড়েছে। তবে কেন্দ্র সেই সুপারিশ মানবে কিনা সেটা বাজেটেই স্পষ্ট হবে। চলতি করানোজনিত পরিস্থিতিতে আয়করের ক্ষেত্রে মোদি সরকার কোনও ছাড় দেয় কিনা, তা নিয়েও বিভিন্ন মহলের কৌতুহল রয়েছে।