স্নাতক সিধুর রয়েছে ৪৪ লাখ টাকা দামের ঘড়ি

আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। শনিবার এই কংগ্রেস নেতা মনোনয়ন পেশ করেন। মনোনয়ন দাখিলের…

Navjot singh sidhu

আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। শনিবার এই কংগ্রেস নেতা মনোনয়ন পেশ করেন। মনোনয়ন দাখিলের সঙ্গে সঙ্গেই তিনি নিজের ও স্ত্রীর সম্পত্তির পরিমাণ হলফনামা দিয়ে জানিয়েছেন।

সিধু জানিয়েছেন, তাঁর তিনটি এসইউভি গাড়ি রয়েছে। যার মধ্যে রয়েছে ১ কোটি ১৯ লক্ষ টাকা দামের দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার। একইসঙ্গে ১১ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের একটি টয়োটা ফরচুনার গাড়ি আছে। সিধুর নিজের কাছে নগদ ৩০ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীর কাছে ৭০ লক্ষ টাকার সোনার গয়না আছে। পাশাপাশি পাতিয়ালায় রয়েছে ছটি শোরুম। তবে সিধুর কোনও বসতবাড়ি এবং কৃষিজমি নেই। একই সঙ্গে এই কংগ্রেস নেতার রয়েছে ৪৪ লক্ষ টাকা দামের ঘড়ি। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি টাকা। স্থাবর- অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৪৪ কোটি ৬৩ লক্ষ টাকা।

অন্যদিকে সিধুর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক নভজ্যোত কাউরের সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৮ লক্ষ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে সিধুর আয়ের পরিমাণ ছিল ২২ লক্ষ ৫৮ হাজার টাকা। হলফনামায় সিধু আরও জানিয়েছেন, পৈতৃক সূত্রে তিনি ১২০০ বর্গফুটের একটি বাড়ি পেয়েছেন। যে বাড়িটির বর্তমান মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা। অমৃতসরে সিধুর ৩৪ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। সিধু জানিয়েছেন, ক্রিকেট, টেলিভিশন শো, বিধায়ক হিসেবে পাওয়া বেতন ও ভাতা এবং বাড়ি ভাড়া দিয়ে তিনি এই আয় করেছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন, তিনি স্নাতক। ১৯৮৬ সালে পাঞ্জাবের এক বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হয়েছেন।