Governor: রাজ্যপালের পদত্যাগকে ঘিরে জল্পনা আজ চরম শিখরে

আজ সোমবার আচমকাই পদত্যাগ করলেন রাজ্যপাল. তার এই পদত্যাগকে ঘিরে জল্পনা শিখরে । সূত্র মারফত জানা যায়,তিনি নাকি ইস্তফা দিয়ে ফের জাতীয় রাজনীতিতে প্রবেশ করতে…

Governer resing

আজ সোমবার আচমকাই পদত্যাগ করলেন রাজ্যপাল. তার এই পদত্যাগকে ঘিরে জল্পনা শিখরে । সূত্র মারফত জানা যায়,তিনি নাকি ইস্তফা দিয়ে ফের জাতীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন।৬২ বছরের এই রাজ্যপাল সম্ভবত তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন বলেই খবর।

একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে রাজভবন জানিয়েছে,তেলেঙ্গানার মাননীয়া রাজ্যপাল এবং পুদুচেরির উপরাজ্যপাল শ্রীমতি তামিলসাই সৌন্দরারাজন নিজেই এই পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। জানাযায়, ২০১৯ সালে তিনি রাজনীতি ছেড়ে তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত হন। এরপরে ২০২১ সালে তিনি পুদুচেরির উপরাজ্যপালের দায়িত্ব পদ গ্রহণ করেন।

এই রাজ্যপাল পেশায় একজন চিকিৎসক যিনি কিনা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর ১৯৯৯ সালে চেন্নাই জেলার স্বাস্থ্যসেলের সম্পাদক হিসাবে রাজনৈতিক ক্ষমতার অধিকারী হন। তিনি আবার রাজ্য সাধারণ সম্পাদক হিসাবেও নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালে জাতীয় সম্পাদক পদ পাওয়ার পর প্রায় ৫ বছরের জন্য তিনি তামিলনাড়ুর বিজেপির সভানেত্রী ছিলেন বলেও জানাযায়।

গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেলেঙ্গানা সফরের সময় তাঁকে নিজ রাজ্যে অভ্যর্থনা জানানোর জন্যই বিমানবন্দরে উপস্থিত হন রাজ্যপাল তামিলসাই। সেই কাজ সম্পূর্ন হওয়ার পরেই জাতীয় সুরক্ষা এবং পরিকল্পনা বিষয়ক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিতে দেখা যায় রাজ্যপাল তামিলসাই সৌন্দরারাজনকে ।অবশেষে আজ সোমবার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন তিনি।