IPL 2024: আইপিএল শুরু হওয়ার আগে ফিট শ্রেয়স আইয়ার!

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হতে অল্প সময় বাকি। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর (KKR)। এবার কেকেআর দলের জন্য এল দারুণ…

KKR captain shreyas iyer declared fit before IPl 2024

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হতে অল্প সময় বাকি। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর (KKR)। এবার কেকেআর দলের জন্য এল দারুণ খবর। দলের তারকা খেলোয়াড়কে আইপিএল ২০২৪-এ খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।

পিঠের সমস্যার কারণে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি ফাইনালের শেষ দু’দিন খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইপিএল খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে তাঁকে। যোগ দিয়েছেন কেকেআর শিবিরেও। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শে মুম্বাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করেন আইয়ার। চিকিৎসক তাঁকে সতর্কতা অবলম্বন করে খেলার জন্য ফিট ঘোষণা করেছেন। পা বেশি দূরে টানতে নিষেধ করেছেন বলেও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত বিষয়টা কলকাতা নাইট রাইডার্স ভক্তদের জন্য যে সুখকর সেটা বলাই বাহুল্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। প্রথম দুই টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু পরে তাঁর পিঠে ব্যথা শুরু হয়। যে কারণে সিরিজের বাকি তিন টেস্ট দলে আইয়ারকে আর রাখা হয়নি। আইয়ার রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালের সময়েও মাথের বাইরে ছিলেন। তবে সেমিফাইনাল এবং ফাইনালের সময় মুম্বাইয়ের প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন।

 

শ্রেয়াস আইয়ার ভালো ব্যাটিংয়ের জন্য পরিচিত। নিজের দিনে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। যে কোনও বোলিং আক্রমণকে প্রতিহত করার ক্ষমতা রয়েছে তাঁর। ২০১৫ সাল থেকে আইপিএলে খেলছেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের ১০১টি ম্যাচে ১৯টি হাফ সেঞ্চুরি সহ ২৭৭৬ রান করেছেন শ্রেয়স আইয়ার। আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬।