‘কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি’, রাজীবের অপসারণে বিস্ফোরক কুণাল

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও সরানো হয়েছে। নির্বাচন…

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও সরানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। মাত্র ৩ মাস আগেই ডিজি পদে বসেন রাজীব কুমার। আর ভোটের মুখে তাঁর এই অপসারণ মানতে পারছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন প্রতিষ্ঠান, তদন্তকারী সংস্থা ও কমিশন গুলিকে দখল করতে চাইছে বিজেপি বলেই এদিন অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজীবের অপসারণে তাঁর বিস্ফোরক দাবি, নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাই ভোটের মুখে এইভাবে প্রশাসনের শীর্ষ কর্তাদের সরিয়ে দিচ্ছে।

কুণালের আরও অভিযোগ, বিজেপি কমিশনকে ব্যাবহার করে নিজেদের কর্মসূচি প্রতিফলন করার চেষ্টা করছে। কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন সংস্থা গুলিকে দলদাস পরিণত করেছে বিজেপি, বলেও জানান তিনি। তবে এসব করে যে কিছুই লাভ হবে না বিজেপির সে কথাও বুঝিয়ে দিয়েছেন কুণাল। কুণালের কথায় সরকারি প্রতিনিধি বদলি করছে করুক, কিন্তু মানুষ মমতার সঙ্গে আছে। ভোট হবে বিজেপি হারবে বলেই কটাক্ষ কুণালের।

তৃণমূলের যে ৪২ আসনের টার্গেট এদিন আবারও একবার মনে করিয়ে দেন কুণাল। তৃণমূল যে লোকসভায় ৩৭ আসন ক্রস করবে বলেও দাবি করেন কুণাল ঘোষ।

মমতা প্রিয় রাজীব কুমার৷ চিটফান্ডকাণ্ডে সিবিআই জেরা থেকে বাঁচাতে পথে নামেন মমতা। বেশ কয়েকদিন চলে ধর্না।  স্বাভাবিক ভাবেই কমিশনের উপলব্ধি, এই ডিজি নিরপক্ষে হতে পারে না। রাজনৈতিক মহলের মতে, এটাই কারণ হয়ে থাকতে পারে তড়িঘড়ি রাজীব অপসারণের। 

উল্লেখ্য, ভোটের মুখে রাজীব কুমারের বদলি নতুন নয়। এর আগে ২০১৬ সালের বিধানসভা ও ২০১৯ সালের লোকসভা ভোটের সময় সরানো হয় রাজীব কে সরানো হয়। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে ডেপুটেশন দিয়ে দিল্লি পাঠানো হয়।