‘হাত’ ছেড়ে ঘাসফুলে আস্থা রাখলেন রিপুন বরা

কংগ্রেস শিবিরের অস্বস্তি বাড়িয়ে এবার তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন অসম কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি রিপুন বরা। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…

কংগ্রেস শিবিরের অস্বস্তি বাড়িয়ে এবার তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন অসম কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি রিপুন বরা। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগদান করেন রিপুন। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন অভিষেক।

অভিষেক টুইটে লেখেন, ‘শ্রী রিপুন বোরাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। তাঁর মতো একজন বিশিষ্ট এবং দক্ষ রাজনীতিবিদ আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারে যোগ দিলেন। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সকলের মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে বোরা বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াই করার বদলে দলের নেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একে অপরের সঙ্গে লড়াই করতে ব্যস্ত।’

শুধু তাই নয়, বিজেপির উত্থানে উদ্বেগ প্রকাশ করে বরা গেরুয়া শিবিরকে সাম্প্রদায়িক ও বিভেদসৃষ্টিকারী শক্তির প্রতীক বলে অভিহিত করেন। সেইসঙ্গে সারা দেশে এর বিকাশকে ভারতের গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি বলে অভিহিত করেন বরা।