Forbes billionaire list: ধনকুবের বিশ্ব একাদশে আদানি-আম্বানিরা

প্রকাশ হল ফোর্বসের ধনকুবেরদের বার্ষিক তালিকা।(Forbes billionaire list) এই তালিকার প্রথম দশে ঠাঁই পেয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি তালিকার একাদশ নম্বর স্থানে আছেন আর এক…

Forbes billionaire list: joins Ambani, Adani, Mittal as richest Indians

প্রকাশ হল ফোর্বসের ধনকুবেরদের বার্ষিক তালিকা।(Forbes billionaire list) এই তালিকার প্রথম দশে ঠাঁই পেয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি তালিকার একাদশ নম্বর স্থানে আছেন আর এক ভারতীয় শিল্পপতি গৌতম আদানি।

এই তালিকার বড় চমক বলতে গেলে এক নম্বর স্থানটি। কারণ গত বছর তালিকার শীর্ষে থাকা অ্যামাজন কর্তা জেফ বেজোসকে সরিয়ে দিয়ে শীর্ষস্থানটি দখল করেছেন টেসলার প্রধান এলন মাস্ক।

বিশ্বের বিলিয়নিয়ারদের ৩৬ তম তালিকা ঘোষণা করল ফোর্বস। এবারের তালিকায় ঠাঁই পেয়েছেন ২৬৬৮ জন বিলিয়নেয়ার। তবে গতবারের থেকে এবার বিলিয়নিয়ারের সংখ্যা ৮৭ জন কমেছে।

ফোর্বসের দাবি, করোনা পরিস্থিতি এবং সাম্প্রতিক যুদ্ধ অর্থনীতির উপর যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছে। সে কারণেই কমেছে ধনপতিদের সংখ্যা। এরই মধ্যে এক হাজার ধনকুবেরের সম্পত্তির পরিমাণ গত বছরের থেকে অনেকটাই বেড়েছে। চিন ও রাশিয়া এই দুই দেশেরই বিলিয়নিয়ারের সংখ্যা যথেষ্ট কমেছে।

এবারের তালিকায় দেখা যাচ্ছে রাশিয়ার ৩৪ এবং চিনের ৮৭ জন ধনকুবের কমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের কারণেই তালিকা থেকে বাদ পড়েছেন একের পর এক রুশ ধনপতি।

তবে এবারের তালিকায় প্রথমবার জায়গা করে নিয়েছেন ২৩৬ জন ধনকুবের। এবারের তালিকায় নাম থাকা ধনপতিদের মধ্যে ৭৩৫ জন আমেরিকার বাসিন্দা। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৪৭ হাজার কোটি ডলার।