আইফোন ডেলিভারি (Delivery) দিতে গিয়ে খুন flipkart কর্মী। গত সোমবার ৩০ সেপ্টেম্বর লখনউতে ফ্লিপকার্ট ডেলিভারি বয় (Delivery boy) ভারত কুমারের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গত ২৩ সেপ্টেম্বর রাত থেকে ভরত কুমার নিখোঁজ ছিলেন, পরিবারের সদস্যরা ও ফ্লিপকার্ট কোম্পানির (Flipkart Company) তরফে অভিযোগ করা হয়েছিল। মোবাইলের শেষ লকেশানের ভিত্তিতে পুলিশ সুত্র পায় এবং সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তরা জেরায় ঘটনা স্বীকার করে, দেহ ইন্দিরা খালে ফেলা হয় বলে জানান তারা। তল্লাশি অভিযান চালানর পর ভরতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
লখনউয়ের নিশাতগঞ্জের বাসিন্দা ভারত কুমার গত ৭ বছর ধরে ফ্লিপকার্টে ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন। ২৩ সেপ্টেম্বর রাতে চিনহাটের বাসিন্দা আকাশের কাছে আইফোন ডেলিভারি দিতে গিয়েছিল সে। এই আইফোনের দাম ছিল প্রায় দেড় লাখ টাকা। কিন্তু রাতে সে না ফেরায় ভরতের পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করে। একই সঙ্গে, ফ্লিপকার্টের স্টোর ম্যানেজারও ভরতের নিখোঁজ হাওয়ার অভিযোগ করেন।
পুলিশ বিষয়টি তদন্ত করে মোবাইল নম্বরের লোকেশন ও কল ডিটেইলসের ভিত্তিতে অভিযুক্তের কাছে পৌঁছায়, পরে অভিযুক্তরা স্বীকার করে যে তারাই ভরতকে খুন করেছে। অভিযুক্ত আকাশ জানায়, ভরত ফোন দিতে তার কাছে এলে, সে ও তার বন্ধু ওই ডেলিভারি বয়ের থেকে মোবাইল ফোনটি নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ বস্তায় ভরে ইন্দিরা খালে ফেলে দেয়।
লখনউ কমিশনারেটের ডিসিপি উত্তর শশাঙ্ক সিং বলেন, ভরত নিখোঁজ হওয়ার পরে, পরিবার চিনহাট থানায় নিখোঁজ এফআইআর দায়ের করেছিল। লোকেশন,ও তার নম্বরের কল ডিটেইলস এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের সন্ধান পায়। ঘটনায় আকাশ নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে খবর, হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ও তার বন্ধু গজানন্দ মিলে ভরতকে খুন করে তার লাশ খালে ফেলে দেয়। মৃতদেহের খোঁজে NDRF এবং SDRF-এর দল তল্লাশি চালায়। বারাবাঙ্কির এলাকার মধ্য দিয়ে যাওয়া ইন্দিরা খালে ভরতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।