ফের অশান্ত মণিপুর, অনুপ্রবেশ ৯০০ কুকি জঙ্গির

যত সময় যাচ্ছে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে উত্তরপূর্ব সীমান্ত। এদিকে মায়ানমার থেকে মণিপুরে দল বেঁধে ঢুকছে একের পর এক কুকি জঙ্গি। সবমিলিয়ে দিন দিন…

যত সময় যাচ্ছে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে উত্তরপূর্ব সীমান্ত। এদিকে মায়ানমার থেকে মণিপুরে দল বেঁধে ঢুকছে একের পর এক কুকি জঙ্গি। সবমিলিয়ে দিন দিন অশান্ত হয়ে উঠছে মায়ানমার। এর মধ্যে গোয়েন্দা সূত্রের তরফ থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই মণিপুরে (Manipur) প্রায় ৯০০ কুকি জঙ্গি ঢুকে পড়েছে। তাঁরা সেখানে ঢুকে একাধিক দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

এমনিতেই মণিপুরে সক্রিয় রয়েছে কুকি জঙ্গি গোষ্ঠী। এদিকে গোয়েন্দা সংস্থারা মনে করছে, মায়ানমারের জঙ্গিদের ব্যবহার করে ভারতে সন্ত্রাসের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরে ২৮ সেপ্টেম্বর নাগাদ ওই হামলা হতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন।

   

গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী, ওই ৯০০ কুকি জঙ্গির প্রত্যেকে রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানা গিয়েছে। এমনকি ড্রোনের মাধ্যমে হামলার পাশাপাশি জঙ্গলে সংঘর্ষ করার পদ্ধতি সহ অনেককিছুই তাঁদের জানা। তবে জানা যাচ্ছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছেন নিরাপত্তারক্ষীরা। এদিকে কুকি জঙ্গিদের পরিকল্পনা বানচাল করতে সতর্ক রয়েছে কেন্দ্র।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারত-মায়ানমার সীমান্ত সিল করার কাজ শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের হামলার ছক প্রসঙ্গে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন, যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে কোনও হামলা হবে, ততক্ষণ পর্যন্ত গোয়েন্দা তথ্যকে ১০০ শতাংশ সঠিক ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যদিও এদিকে সেনার তরফে এখনও মণিপুরবাসীকে সতর্ক করে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে চলতি মাসের শেষে কুকি জঙ্গির মনিপুরের ওপর এরকম বড়সড়ো হামলার ছক ভেস্তে দিতে এবার কেন্দ্র কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।