দেবীপক্ষের আগে ‘স্পিন অস্ত্রেই’ বাংলা বধের লক্ষ্যে এগিয়ে ভারত

গতকালই বাংলাদেশি বোলারদের প্রায় একপ্রকার দুরমুশ করে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। আজ ব্যাটারদের পর ফের ভেলকি দেখালেন ভারতীয় বোলাররা। চলতি ভারত-বাংলাদেশ (IND vs…

IND vs BAN Test Live: Bowlers Dominate, Bangladesh Lose 9 Wickets, Kanpur Test in India's Favor

গতকালই বাংলাদেশি বোলারদের প্রায় একপ্রকার দুরমুশ করে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। আজ ব্যাটারদের পর ফের ভেলকি দেখালেন ভারতীয় বোলাররা। চলতি ভারত-বাংলাদেশ (IND vs BAN) সিরিজে চেন্নাইয়ে ব্যাট করতে নেমে বুমরাহ -অশ্বিন -জাদেজার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছিলেন লিটন-সাকিব- শান্তরা। এরপর কানপুরেও ধরা পড়ল ব্যাটিং ব্যর্থতার সেই একই প্রতিচ্ছবি। এদিন গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে ভারতীয় ক্রিকেট দল যা আশা করা হয়েছিল, তাই করেছে। আজ খেলার শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। এই মুহূর্তে সিরিজ জিততে ভারতের দরকার মাত্র ৯৪ রান।

   

কানপুর টেস্টের পঞ্চম দিনে ভারতীয় দলের সামনে বাংলাদেশ দল এভাবে হারবে তা কেউ ভাবেনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মোমিনুল হকের উইকেট নিয়ে আজকের দিন শুরু করেন আর অশ্বিন। এরপর রবীন্দ্র জাদেজা এসে ক্লিন বোল্ড করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর এখন থেকেই শুরু হয়েছে আশা যাওয়া। অশ্বিন -জাদেজা জুটির সামনে এদিন দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা। একমাত্র ওপেনার শাদমান ইসলাম (৫০) কিছুটা চেষ্টা করলেও সফল হতে পারেননি। ভারতীয় পেসার আকাশদীপের বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাঁকে। এদিন শাদমান চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকর (৩৭)। লিটন (১) এবং মেহেদী হাসান (৯) ও এদিন ব্যর্থ হয়েছেন।

এদিন বাংলাদেশকে ১৫০ রানের মধ্যে আটকে দিয়ে ভারতীয় বোলাররা আরও একবার প্রমাণ করলেন কেন উপমহাদেশীয় উইকেটে তাঁদের এত প্রাণঘাতী বলে মনে করা হয়। চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ দল পঞ্চম দিনে ১০০ রান যোগ করতে একপ্রকার হিমসিম খেয়ে ওঠে ভারতীয় বোলারদের সামনে। এছাড়াও এদিন বাংলাদেশ তাঁদের সমস্ত বড় ব্যাটসম্যানদের উইকেট হারায়। ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ৩ উইকেট নেন এবং রবীন্দ্র জাদেজাও ৩ উইকেট পান। তবে এই তালিকায় পিছিয়ে নেই পেসাররাও; জাসপ্রিত বুমরাহ ৩ উইকেট এবং আকাশ দীপ ১ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।

IND vs BAN: একসঙ্গে ৩ কিংবদন্তিকে পিছনে ফেলতে পারেন অশ্বিন

প্রথম টেস্টে বিপুল রানে জেতার পর, কানপুরে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনে ৩৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেন টাইগাররা। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে খেলা সম্ভব হয়নি। চতুর্থ দিনে ভারতীয় বোলারদের দাপটে ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ভারতীয় ব্যাটসম্যানরা ঝড় তোলেন ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে রোহিত শর্মা এণ্ড কোম্পানি। ৫২ রানে পিছিয়ে থেকে এদিন দ্বিতীয় ইনিংস শুরু করে নাজিমুল হোসেন শান্তের দল। তবে চেন্নাইয়ের পর কানপুরেও ব্যর্থতার ছবি ধরা পরে। মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যান টাইগারররা। তাই এই মুহূর্তে (IND vs BAN) খুব ভালো বোলিং পারফরম্যান্স বা বড় অঘটন না ঘটলে আপাতত সিরিজ জেতার আশা প্রায় শেষ বাংলাদেশের।