বালাসোর, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা রয়েছে দেশবাসীর মনে। এসবের মাঝেই ফের একবার ট্রেনে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। এবার প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন লাগল তেলেঙ্গানায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে সাধারণ মানুষের মধ্যে।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের রেল নিলয়মের কাছে রেলওয়ে ওভারব্রিজের কাছে রাখা একটি অতিরিক্ত প্যান্ট্রি কোচ এবং একটি এসি কোচে আগুন লেগে যায়। যদিও দমকল বাহিনী তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের খবর মেলেনি। ঘটনা প্রসঙ্গে সেকেন্দ্রাবাদের স্টেশন ফায়ার অফিসার ডি মোহন রাও বলেন, ‘সকাল ১০টা ৫০ নাগাদ দমকল কন্ট্রোল রুমে খবর আসে যে ট্রেনে আগুন লেগেছে। এরপর আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে আগুন নিভিয়ে ফেলার কাজে লেগে পরি।’
দমকলের আধিকারিক জানান, ‘ট্রেনের একটি প্যান্ট্রি কোচ এবং একটি এসি কোচ যা এখানে অতিরিক্ত এবং ট্র্যাকে রাখা হয়েছিল তাতে আগুন লেগেছিল। তবে এতে কোনো হতাহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।’
সংশ্লিষ্ট গন্তব্য থেকে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে আসা বেশিরভাগ ট্রেন মেট্টুগুডার এসসিআর প্রধান কার্যালয়ের কাছে রোড-আন্ডার-ব্রিজের ওয়াশিং লাইনে পার্ক করা হয়। কোচগুলি পরিষ্কার করার পরে, কোচগুলি নির্ধারিত যাত্রার জন্য সেকেন্দ্রাবাদ স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও আজ কিছুটা ব্যাতিক্রম হয়েছিল। কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। ঝোপঝাড় ও উচ্চতার কারণে তাদের ওয়াশিং লাইনে পৌঁছানোর যথাযথ উপায় না থাকায় অগ্নিনির্বাপক অভিযান চালানোর জন্য লাইনে পৌঁছাতে মই ব্যবহার করতে হয় দমকল কর্মীদের।
#WATCH | Telangana: A spare pantry coach and an AC coach kept near railway overbridge near Rail Nilayam in Secunderabad caught fire. The fire was soon doused off by the fire tenders. No casualties or injuries were reported. pic.twitter.com/zMaOgLLxb4
— ANI (@ANI) June 20, 2024