বুধবার অনুষ্ঠিত হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) জুটি হিসেবে অভিনীত ৫০তম ছবি (50th Film) ‘অযোগ্য’ (Ajogya)। সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে (Special Screening) দেখা গেলো টলিউডের একাধিক তারকাকে। সুপারস্টার দেব (Dev), জিৎ (Jeet) থেকে শুরু করে আবির (Abir Chatterjee), সোহম (Soham Chakraborty), হাজির ছিলেন অনেকেই।
কয়েকদিন আগেই কলকাতার সাউথ সিটি মলে জিৎ (Jeet)-রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘বুমেরাং’ (Boomerang) সিনেমা দেখতে গিয়েছিলেন সুপারস্টার দেব (Dev) ও রুক্মিণী মৈত্র। সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবং পরিচালক কৌশিক গাঙ্গুলির (Koushik Ganguly) সঙ্গে দেখা হয় তাদের। তারা দেব ও রুক্মিনীকে ১৯শে জুন (19th June) ‘অযোগ্য’ (Ajogya) এর স্পেশাল স্ক্রিনিং (Special Screening) এ আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করে বুধবার (Wednesday) সাউথ সিটি মলে ওই চলচ্চিত্রের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সুপারস্টার দেব। বুমেরাং (Boomerang) এর পরিচালক সৌভিক কুন্ডুর সঙ্গে এসেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও। এছাড়াও স্পেশাল স্ক্রিনিং এ হাজির ছিলেন সুপারস্টার জিৎ (Jeet), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), জীতু কমল (Jeetu Kamal), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এর মতো শিল্পীরা।
প্রসঙ্গত ৭ই জুন (7th June) একই সঙ্গে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’ এবং জিৎ-রুক্মিণী মৈত্র অভিনীত ‘বুমেরাং’। বুধবার, সব বিবাদ ভুলে একত্রিত হল গোটা ইন্ডাস্ট্রি। এর আগেও ‘বুমেরাং’ ছবির একটি স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা সহ টালিগঞ্জের একাধিক তারকা। একই ভাবে ‘অযোগ্য’ এর স্পেশাল স্ক্রিনিং এ হাসিমুখে গণমাধ্যমের সামনে ফ্রেমবন্দি হলেন তারকারা। অন্য সময় সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেও, বুধবার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির থেকে একতার বার্তা দিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা।