Navy : ভারতীয় নৌ-সেনায় রাফায়েলকে কড়া টক্কর দিচ্ছে F-18 Super Hornet

রাফায়েল ফাইটার জেটকে কড়া টক্কর দিচ্ছে এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট (F-18 Super Hornet)। ভারতীয় নৌ-বাহিনীর (Navy) প্রয়োজন এক দুর্ধর্ষ বিমান। মিগ (Mig) বিমানের পরিবর্তে যা…

F-18 Super Hornet

রাফায়েল ফাইটার জেটকে কড়া টক্কর দিচ্ছে এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট (F-18 Super Hornet)। ভারতীয় নৌ-বাহিনীর (Navy) প্রয়োজন এক দুর্ধর্ষ বিমান। মিগ (Mig) বিমানের পরিবর্তে যা ব্যবহৃত হবে আগামী দিনে।

সমুদ্র শত্রু পক্ষের বুক কাঁপাতে আগামী দিনে ভারতীয় নৌ-বাহিনীর বাজি আইএনএস বিক্রমাদিত্য। অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজে রয়েছে এয়ার ক্যারিয়ার। অর্থাৎ, জাহজ থেকেই টেক-অফ করতে পারবে ফাইটার জেট। এতোদিন মিগ-২৯কে বিমানটির রমরমা ছিল নৌ-বাহিনীতে। কিন্তু মিগ বিমানের বয়স হচ্ছে। তাই বদলের প্রয়োজন। মিগ বিমানের পরিবর্তে একটি টুইন-ইঞ্জিন বিমান পেতে আগ্রহী ভারত।

বোয়িং-এর এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট এবং ড্যাসল্টের রাফাল-এম। আপাতত এই দুই জেটের কথা মাথায় রয়েছে সেনার। এখনও পর্যন্ত যা খবর তাতে দুই বিমানের মধ্যে উনিশ-বিশের পার্থক্য৷ আইএনএস বিক্রমাদিত্যে কোন বিমান তুলনামূলক বেশি সামঞ্জস্যপূর্ণ সেটাই এখন বিবেচনার বিষয়।

ইতিমধ্যেই গোয়ার আইএনএস হানসার শোর বেসড টেস্ট ফ্যাসিলিটিতে রাফাল যুদ্ধবিমানের উড়ান পরীক্ষা করে দেখেছে নৌ-সেনা। ৪০ হাজার টন ওজনের আইএনএস বিক্রান্তের জন্য কোন বিমানটি সবচেয়ে উপযুক্ত হবে তা নির্ধারণের জন্য ছিল এই পরীক্ষার ব্যবস্থা। ক্যারিয়ারটি ২০২২ সালের আগস্টে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।