Modi Government: উধাও ২ কোটি চাকরির প্রতিশ্রুতি নামল ৬০ লক্ষে

করোনা আবহেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি কী কী ঘোষণা করতেন সেদিকে সকলের নজর ছিল। সেইসঙ্গে কর্মসংস্থান নিয়ে…

করোনা আবহেই মঙ্গলবার সংসদে পেপারলেস বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি কী কী ঘোষণা করতেন সেদিকে সকলের নজর ছিল। সেইসঙ্গে কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের মোদী সরকার কী বলে সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে ছিল গোটা দেশ। সেখানে অর্থমন্ত্রী বলেন, ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে প্রধানমন্ত্রী এক সময়ে ২ কোটি চাকরির ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন সেটার কী হল? এই নিয়ে কেন্দ্রকে প্রশ্নবাণে জর্জরিত করেছে বিরোধী গোষ্ঠীও। ২০১৯-এর লোকসভা ভোটের মুখে মোদী সরকার দাবি করেছিলেন যে, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ১৬ মাসে চাকরি হয়েছে প্রায় ২ কোটি।

তবে সেই দু কোটি থেকে গ্রাফটা সোজা নেমে এল ৬০ লক্ষে। এক নিমেষে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি উধাও হয়ে গেল! ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগেই অর্থমন্ত্রক এক নির্দেশিকায় ঘোষণা করে, পাঁচ বছর ধরে খালি পড়ে থাকা সরকারি সমস্ত পদ তুলে দেওয়া হবে৷