ডার্বি ম্যাচে পরাজয় নিয়ে বিস্ফোরক দাবি SC East Bengal ফুটবলার হীরা মণ্ডলের

টানা ৫ ডার্বি ম্যাচের লজ্জার রেশ এখনও কাটিয়ে উঠতে পারে নি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ইন্ডিয়ান সুপার লীগে (ISL) এখন দশম স্থানে লাল হলুদ…

টানা ৫ ডার্বি ম্যাচের লজ্জার রেশ এখনও কাটিয়ে উঠতে পারে নি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ইন্ডিয়ান সুপার লীগে (ISL) এখন দশম স্থানে লাল হলুদ ব্রিগেড,১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। বুধবার লাল হলুদ ব্রিগেড খেলতে নামছে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে,তিলক ময়দানে।

এমন আবহে মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের প্রতিশ্রুতিমান লেফট ব্যাক হীরা মণ্ডল টিমের টুইটার হ্যাণ্ডেলের সংক্ষিপ্ত সময়ের ভিডিও’তে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করে বসেন। লাল হলুদ ফুটবলার হীরা মণ্ডলের ওই বিস্ফোরক দাবি যা এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল সঙ্গে বিতর্কের ঝড় তুলেছে।

মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে লাল হলুদ জার্সি গায়ে চাপানোর স্বপ্নময় দৌড়ে ফুটবলার হীরা মণ্ডল ২৯ জানুয়ারি ISL টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে ATK মোহনবাগানের কাছে ১-৩ গোলের লজ্জার হার নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে বিতর্ককে আরও উস্কে দিয়েছেন।

হাইভোল্টেজ ডার্বি ম্যাচে কিয়ান নাসিরির তাণ্ডব নৃত্যে হ্যাটট্রিকের জোরে ছারখার হয়ে যায় এসসি ইস্টবেঙ্গল, চির প্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে।

গত শনিবার, ২৯ জানুয়ারি ডার্বি ম্যাচে অতিরিক্ত ৬ মিনিট সময়ে নিজের এবং টিমের মানসিকতা অর্থাৎ ম্যাচ টেম্পারমেন্ট প্রসঙ্গে ফুটবলার হীরা মণ্ডলের দাবি,”এসসি ইস্টবেঙ্গল টিম ওই সময়ে এক পয়েন্ট নিয়ে আসার লক্ষ্যে খেলছিল।”

বিশেষ করে ডার্বি ম্যাচ ছিল আমাদের টার্গেট ম্যাচ ‘নাক চুলকে’ হীরা মণ্ডল এক পয়েন্ট খোয়ানো নিয়ে বলতে থাকেন,”ওই ম্যাচটা (ডার্বি) নিয়ে খুবই প্রবলমে হয়েছিল।”

বিস্ফোরক মন্তব্য করে এসসি ইস্টবেঙ্গল লেফট ব্যাক হীরা মণ্ডল বলেন,”একটা ম্যাচ হেরেছি (ডার্বি ম্যাচ হেরে যাওয়া) তো ঠিক আছে,একটা ম্যাচ হেরেছি তো অসুবিধা নেই।”

এরপরেই বুধবারের ম্যাচ নিয়ে ফুটবলার হীরা মণ্ডলের সাফ কথা, পরের খেলা চেন্নাই’র বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে। বিতর্কিত মন্তব্য করে লাল হলুদ ফুটবলার হীরা মণ্ডল বলতেই থাকে,”আর, একটা ম্যাচ (ডার্বি ম্যাচ) নিয়ে পড়ে থাকলে তো হবে না।” সঙ্গে আরও বেশি করে বিতর্কিত মন্তব্য জুড়ে দিয়ে লাল হলুদ ফুটবলার হীরা মণ্ডল বলে ফেলেন,”ম্যাচ আমরা হারতেই পারি,কোনও ম্যাচ হারবো কোনও ম্যাচ জিতবো এটাই আমাদের জীবনে আসে।”

চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগাবের কাছে টানা ৫ ডার্বি ম্যাচ( গত ISL এবং চলতি ISL সেশন এবং আই লিগ ২০২০,১৯ জানুয়ারি ডার্বি ম্যাচ মিলিয়ে) হেরে লজ্জায়, শরমে মাথা হেট লাল হলুদ জনতার। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন ব্রিগেডের কাছে লজ্জার, কলঙ্কের ডার্বি ম্যাচে হার নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই এসসি ইস্টবেঙ্গল ফুটবলার হীরা মণ্ডলের এটা ভাইরাল হওয়া টুইট ভিডিও পোস্ট থেকে দিনের আলোর মতোই পরিষ্কার।