সিবিআই জেরা আটকাতে আদালতের শরণে কেষ্ট

এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাত থেকে রক্ষাকবচ নিতে হাইকোর্টের (Kolkata High…

এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাত থেকে রক্ষাকবচ নিতে হাইকোর্টের (Kolkata High court) দ্বারস্থ অনুব্রত মণ্ডল। আগামী ৩ ফ্রেরুয়ারি অনুব্রতকে আবারও একবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তিনি জানিয়েছেন, তদন্তে সবরকম সাহায্য করতে রাজি। কিন্তু তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যাতে না নেওয়া হয়। এই আবেদন নিয়ে হাইকোর্টে মামলা বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।
প্রসঙ্গত, ভোট-পরবর্তী অশান্তির মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তবে অসুস্থ থাকায় সেবার সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে পারেননি অনুব্রত। নিজের আইনজীবী মারফত সিবিআইকে এমনটাই জানিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি। এদিকে

দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তিনি বলে দাবি বিশিষ্ট মহল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল সকাল ১০.৩০ এ শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি মান্থা।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এই হিংসার অভিযোগ তুলে একে অপরকে দোষারোপের পালাও চলেছে। এই ভোট পরবর্তী হিংসা নিয়ে গঠিত হয়েছে একাধিক কমিটিও। হাইকোর্টে নির্দেশে ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। একাধিকবার বীরভূমেও গিয়েছেন তদন্তকারীরা। এর আগে, ২৮ জানুয়ারি প্রথমবার তলব করা হয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।