Election 2022: লখনউ দখলের তৃতীয় যুদ্ধ, পাঞ্জাবে এক ধাক্কার ভোট

ভোটের হাওয়া উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে। রবিবার উত্তরপ্রদেশে তৃতীয় দফা ও পাঞ্জাবে এক দফায় বিধানসভা ভোট চলছে। উত্তরপ্রদেশে তৃতীয় দফায় ৫৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশে অন্যান্য…

election

ভোটের হাওয়া উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে। রবিবার উত্তরপ্রদেশে তৃতীয় দফা ও পাঞ্জাবে এক দফায় বিধানসভা ভোট চলছে।

উত্তরপ্রদেশে তৃতীয় দফায় ৫৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশে অন্যান্য রাজনৈতিক দল থাকলেও মূল লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। পাঞ্জাবের মোট ১১৭ টি আসনের সবকটিতেই আজ নির্বাচন। এখানে কংগ্রেস বনাম আম আদমি পার্টি ও বিজেপি জোটের লড়াই চলছে। উত্তরপ্রদেশে তৃতীয় দফায় সমাজবাদী পার্টির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব কারহাল আসনে লড়াই করছেন।

পাঞ্জাবে লড়ছেন কংগ্রেসের প্রার্থী ও মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, কংগ্রেস থেকে পদত্যাগ করা প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, শিরোমনি অকালি দলের সুখবীর সিং বাদল। ভোটে আছেন, পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নবজ‍্যোত সিং সিধু, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান।