Weather: বসন্তের সূচনায় অকাল বর্ষণ বঙ্গে

বসন্তের গোড়ায় ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। আজ, রবিবার থেকে রাজ্যে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির…

Rain in Bengal

বসন্তের গোড়ায় ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। আজ, রবিবার থেকে রাজ্যে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এ বছর বেশ দেরি করেই বিদায় নিয়েছে শীত। মাঝ ফেব্রুয়ারিতেও অনুভূত হয়েছে ঠান্ডার আমেজ। গত সপ্তাহের গোড়ার দিক থেকে শীত ধীরে ধীরে পাত্তাড়ি গোটাতে শুরু করেছে। এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি। আর তার আগেই ফের বৃষ্টির পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূ্ত্রে খবর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিন থেকেই কলকাতা সহ শহরতলীর আকাশ থাকবে মেঘলা। ফলে বাড়বে তাপমাত্রার পারদও। পুবালি হাওয়া ভর করে শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে। তার জেরে রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার আকাশ থাকবে মেঘলা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৩৪ শতাংশ।