Indo Chaina Relation: তলানিতে ঠেকছে সম্পর্ক! ইঙ্গিত বিদেশমন্ত্রীর

ভারত ও চিনের সম্পর্ক যে তলানিতে এসে ঠেকার জোগাড়, তার ইঙ্গিত দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বেজিং সীমান্ত চুক্তি লঙ্ঘন করার পর দুই দেশের সম্পর্ক কঠিন…

ভারত ও চিনের সম্পর্ক যে তলানিতে এসে ঠেকার জোগাড়, তার ইঙ্গিত দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বেজিং সীমান্ত চুক্তি লঙ্ঘন করার পর দুই দেশের সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শনিবার একথা জানিয়ে বলেন যে, সীমান্তই সম্পর্কের গতিপ্রকৃতি স্থির করবে।

এ বছর মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (MSC) ভাষণ দিতে গিয়ে একথা বলেন বিদেশমন্ত্রী। তিনি জানান চিনের সাথে ভারতের সমস্যা রয়েছে। আর তা সবটাই সীমান্তকে কেন্দ্র করে। ১৯৭৫ সাল থেকে গত ৪৫ বছর ধরে এখানে শান্তি ছিল। স্থিতিশীল সীমান্ত ব্যবস্থাপনা ছিল। সামরিক কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমানে তার পরিবর্তন ঘটেছে। চিনের সঙ্গে ভারতের চুক্তি ছিল যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে ভারত ও চিন সামরিক বাহিনী পাঠাবে না। কিন্তু চিন সেই চুক্তি লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে সীমান্তের অবস্থা যে সম্পর্কের অবস্থা নির্ধারণ করবে, সেটাই স্বাভাবিক। তাই স্পষ্টতই এই মুহূর্তে চিনের সাথে সম্পর্ক খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। প্যাংগং হ্রদের দুই তীরে মোতায়েন হয়েছিল দুই দেশের সামরিক বাহিনী। পরিস্থিতি সংঘর্ষের আকার নিয়েছিল। এছাড়া অরুণাচল প্রদেশ সহ সীমান্তের একাধিক জায়গা দিয়ে চিন ভারতের মাটিতে অবৈধভাবে প্রবেশ করতে চেয়েছে বলে অভিযোগ।