খাদান মামলায় মুখ্যমন্ত্রীকেই তলব করল ইডি

বেআইনি খনি খাদান ও আর্থিক তছরুপ মামলায় এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) তলব করল ইডি। আগামীকাল তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বিরাট…

খাদান মামলায় মুখ্যমন্ত্রীকেই তলব করল ইডি

বেআইনি খনি খাদান ও আর্থিক তছরুপ মামলায় এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) তলব করল ইডি। আগামীকাল তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বিরাট চাপের মুখে ঝাড়খণ্ড সরকার৷ পরিকল্পনামাফিক সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। দাবি বিরোধীদের৷

কয়েকমাস আগেই একই মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করে ইডি। সেবার ঝাড়খণ্ড জুড়ে অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। ইডির তরফে জানানো হয়েছিল, ঝাড়খণ্ডে বেআইনি খদি খাদান ও তার সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরুপের মামলায় প্রধান অভিযুক্ত পঙ্কজ মিশ্র।

এরপর বারবার ঝাড়খণ্ডে জনমুক্তি মোর্চার সরকার ফেলে দেওয়ার জন্য সরব হয়েছে বিজেপি। এর জন্য রাজ্যপালের কাছেও দরবার করেছিলেন তারা। হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ করে নির্বাচন কমিশন৷ সেই সংকটের মুখেও কুর্সি বাঁচিয়েছিলেন হেমন্ত। এখন আবার একই সমস্যায় সম্মুখীন তিনি।

Advertisements

তবে কি আগামীকাল ইডির দফতরে হাজিরা দেবেন মুখ্যমন্ত্রী৷ সেক্ষেত্রে সরকার নিয়ে ফের প্রশ্নের মুখে পড়তে হবে হেমন্ত সোরেনকে। এখন এই জল কতদূর গড়ায়, সেটাই দেখার।