জম্মু-কাশ্মীরে বিরাট অভিযানে ৪ জঙ্গি খতম

মঙ্গলবার জম্মু-কাশ্মীরে বিরাট অভিযান নিরাপত্তা বাহিনীর। চার জঙ্গিকে খতম করল ভারতীয় সেনার। পুলিশ সূত্রে খবর, আওয়ান্তিপুরায় ৩ জনকে খতম করা হয়েছে৷ ১ জঙ্গিকে খতম করা…

Kashmir

মঙ্গলবার জম্মু-কাশ্মীরে বিরাট অভিযান নিরাপত্তা বাহিনীর। চার জঙ্গিকে খতম করল ভারতীয় সেনার। পুলিশ সূত্রে খবর, আওয়ান্তিপুরায় ৩ জনকে খতম করা হয়েছে৷ ১ জঙ্গিকে খতম করা হয়েছে বিজবেহেরায়।

পুলিশ সূত্রে খবর, ৩ জঙ্গির মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ জমা পড়েছিল৷ তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল৷ আজকের অভিযান বিরাট সাফল্য বলে দাবি করছেন অ্যাডিশনাল ডিরেক্টর অব পুলিশ, বিজয় কুমার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কয়েকদিন আগেই বিরাট অভিযান চালায় ভারতীয় সেনা৷সেখানে এক জঙ্গি মডিউলের খোঁজ মেলে। যা ব্রিটেনের সঙ্গে যোগ ছিল৷ এদের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। যারা পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র জম্মু-কাশ্মীরে আনত৷ এর আগে ২৮ অক্টোবর এক লস্কর-ই-তৈবার জঙ্গিকে খতম করে ও একজনকে গ্রেফতার করা হয়।

গতকালই জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং দাবি করেন, জম্মু-কাশ্মীরে নতুন ব্যবসা শুরু করেছে পাকিস্তান৷ যেখানে অস্ত্র এবং মাদক দ্রব্যের সরবরাহ করা হচ্ছে৷ এর পিছনে একাধিক জঙ্গি সংগঠন যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।