সাতসকালে বিধায়কের বাড়িতে ED-র হানা

ফের একবার নতুন করে মঙ্গলবার সাত সকালে রাজ্যে হানা দিল ইডি (ED)-র দল। এবার ইডির র‍্যাডারে আরও এক বিধায়ক। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদের (Amba Prasad) বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদের রাঁচির বাড়ি ও অন্যান্য জায়গায় তল্লাশি চলছে। হাজারিবাগেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। ঝাড়খণ্ডে ১৭টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। রাঁচিতে বরকাগাঁওয়ের বিধায়ক অম্বা প্রসাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। এই অভিযানের কথা বলা হচ্ছে নানা মামলা সম্পর্কিত। ইডি আধিকারিকরা রাঁচিতে কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন যেখানে দলে ইডির চার কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া রাঁচির তিনটি পৃথক জায়গায় ইডির তল্লাশির খবর মিলছে।

   

রাঁচি ছাড়াও হাজারিবাগের বরকাগাঁওয়ের কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকালে রাঁচিতে ইডির তল্লাশি আলোড়ন সৃষ্টি করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন